kolkata

2 months ago

Kolkata Metro :রবিবার ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য চলবে অতিরিক্ত মেট্রো

Kolkata Metro
Kolkata Metro

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (ডব্লিউবিসিএস) মেন পরীক্ষা। ওই দিন অতিরিক্ত মেট্রো চালাবে রেল। অন্যান্য রবিবার কবি সুভাষ থেকে দমদম এবং দক্ষিণেশ্বর পর্যন্ত আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩০টি মেট্রো চলে। কিন্তু ১৮ অগস্ট সেখানে আরও আটটি অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে মেট্রো রেল সূত্রে খবর।

দমদম থেকে ওই দিন প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায়। অন্য দিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর যাওয়ার প্রথম মেট্রো ওই একই সময়ে ছাড়বে। এ ছাড়াও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল সওয়া ৭টায়। তবে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিতই থাকবে।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক (সিপিআরও) কৌশিক মিত্র জানিয়েছেন, পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধে ১৮ আগস্ট অর্থাৎ রবিবার ডব্লিউবিসিএস মেন পরীক্ষার জন্য বাড়তি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো। দমদম এবং কবি সুভাষ দু’দিক থেকেই মেট্রো পরিষেবা চালু হবে রবিবার সকাল ৭টায়। তার পরের ট্রেনটি সাড়ে ৭টা, তার পর ৮টা এবং সাড়ে ৮টায়। দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হবে সকাল ৭টা ১৫ মিনিটে। তার পর অন্যান্য রবিবার যে সময়ানুসারে মেট্রো চলে, সে ভাবেই চলবে।

অন্যান্য রবিবার যেমন সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়, তেমনটা হবে না আগামী রবিবার (১৮আগস্ট)। ডব্লিউবিসিএস পরীক্ষার্থীদের কথা মাথায় রেখেই সে দিন সকাল ৭টা থেকে পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুধু সিভিল সার্ভিস পরীক্ষার্থীরাই নন, সাধারণ যাত্রীরাও ওই দিন সকাল থেকেই মেট্রোতে যেতে পারবেন বলে জানিয়েছেন মেট্রোর সিপিআরও।

You might also like!