kolkata

3 weeks ago

R G Kar Hospital News:আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃত ১৯, আরও জোরদার নিরাপত্তা

19 arrested in RG Kar Hospital vandalism case, security beefed up
19 arrested in RG Kar Hospital vandalism case, security beefed up

 

কলকাতা, ১৬ আগস্ট : হামলা ও ভাঙচুরের ঘটনার প্রেক্ষিতে নিরাপত্তা আরও জোরদার করা হল আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। পাশাপাশি আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে কলকাতা পুলিশ জানিয়েছে, আর জি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে ৫ জনকে শনাক্তও করা গিয়েছে। পুলিশের তরফে সমাজমাধ্যমে কিছু ছবি প্রকাশ করা হয়। সেই ছবিতে হামলায় অভিযুক্তদের দাগ দিয়ে চিহ্নিত করা হয়। তাঁদের সন্ধান দিতে আবেদন জানায় পুলিশ।

তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের প্রতিবাদে বুধবার গভীর রাতে পথে নামেন মেয়েরা। অভিযোগ, এই কর্মসূচির মাঝেই আর জি কর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালানো হয়। আন্দোলনের জমায়েত থেকে কয়েক জন চিকিৎসকদের উপর হামলা করেন বলে অভিযোগ। হামলা চালানো হয় পুলিশের উপরেও। অভিযোগ, অনেক ওষুধপত্র নষ্ট করা হয়েছে। ভাঙা হয়েছে সিসি ক্যামেরা, চেয়ার, টেবিল এবং দরজা, জরুরি চিকিৎসা সরঞ্জাম। তবে ওই ভবনের চার তলার সেমিনার হলে, যেখানে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে, সেখানে কেউ পৌঁছতে পারেনি বলে দাবি পুলিশের। এদিকে, হামলার প্রেক্ষিতে আর জি কর হাসপাতালে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।


You might also like!