Jharkhand

10 months ago

Jairam Ramesh:প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের রাজনীতি হয়রানি ও প্রতিশোধের : জয়রাম রমেশ

Jairam Ramesh
Jairam Ramesh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হাতে হেমন্ত সোরেনের গ্রেফতারিতে কড়া প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের রাজনীতি হয়রানি ও প্রতিশোধের। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ বলেছেন, "এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের হয়রানি ও প্রতিশোধের রাজনীতি। আমরা বারবার বলেছি, ইডি এবং সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই এবং তিনি এই দুটি সংস্থার ব্যাপক অপব্যবহার করছেন। বিরোধীদের সমস্যায় ফেলার জন্য এমনটা করছে তাঁরা।"

জয়রাম রমেশ বলেছেন, "এটা একটা কৌশল এবং এটা গণতান্ত্রিক রাজনীতি ও সংবিধানের পরিপন্থী। আমরা এর বিরুদ্ধে লড়াই করব। আমরা ভয় পাই না, তাঁরা যখন ২০২৪ সালে হেরে যাবে, তখন আমরাও তাঁদের বিরুদ্ধে ইডি এবং সিবিআই ব্যবহার করব।" দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে ইডি-র পদক্ষেপ সম্পর্কেও মুখ খুলেছেন জয়রাম রমেশ। তিনি বলেছেন, "নরেন্দ্র মোদী এবং অমিত শাহ শুধুমাত্র প্রতিহিংসা ও রাজনৈতিক হয়রানির রাজনীতিতে বিশ্বাসী।"


You might also like!