Jharkhand

2 weeks ago

Jharkhand: প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদ ও শহীদ অ্যালবার্ট এক্কাকে শ্রদ্ধাঞ্জলি রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ারের

Santosh Kumar Gangwar
Santosh Kumar Gangwar

 

রাঁচি, ৩ ডিসেম্বর : মঙ্গলবার ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার দেশের প্রথম রাষ্ট্রপতি প্রয়াত ডঃ রাজেন্দ্র প্রসাদকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান। রাজভবনে তিনি ডঃ রাজেন্দ্র প্রসাদের ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এছাড়াও পরমবীর চক্র দ্বারা ভূষিত শহীদ অ্যালবার্ট এক্কাকে তাঁর মৃত্যুবার্ষিকীতে এদিন শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যপাল। রাজভবনে রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার শহীদ অ্যালবার্ট এক্কার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।

You might also like!