Jharkhand

9 months ago

ED raid on Punj Singh's: ধানবাদে বালি ব্যবসায়ী পুঞ্জ সিংয়ের ঠিকানায় ইডির অভিযান

ED raids at the address of sand trader Punj Singh in Dhanbad
ED raids at the address of sand trader Punj Singh in Dhanbad

 

ধানবাদ, ১৬ মার্চ: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ফের একবার বালি ব্যবসায়ী পুঞ্জ সিংয়ের ঠিকানায় হানা দিল। শনিবার সকাল থেকেই ইডির টিম ধানবাদের মেমকো মোড এলাকায় পুঞ্জ সিংয়ের বাড়ি এবং ঝরিয়া হাতলিবাঁধে তাঁর ভাই সতেন্দ্র সিংয়ের বাড়িতে অভিযান চালাচ্ছে। অভিযান চলাকালীন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

ইডির আধিকারিক সূত্রে জানা গিয়েছে, বালি ব্যবসায়ী পুঞ্জ সিংয়ের বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে বাড়ির সমস্ত সদস্যের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে বাড়িতে থাকা গুরুত্বপূর্ণ নথিপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। জানা গিয়েছে, তদন্ত চলাকালীন কিছু গুরুত্বপূর্ণ নথি পেয়েছেন আধিকারিকরা। পুঞ্জ সিং বিহারে ৪০০ কোটি টাকার বালি কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত। এই ঘটনায় এর আগে কয়েকজনকে গ্রেফতারও করেছে ইডির আধিকারিকরা।


You might also like!