Jharkhand

1 month ago

Former Minister of Education Dr. Neera Yadav:বৃহস্পতিবার কোডারমায় বিজেপি-সহ একাধিক দলের প্রার্থীরা মনোনয়ন জমা দেবেন

Former Minister of Education Dr. Neera Yadav
Former Minister of Education Dr. Neera Yadav

 

কোডারমা, ২৩ অক্টোবর  : ঝাড়খণ্ডের কোডারমা বিধানসভার বিজেপি প্রার্থী এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী ড. নীরা যাদব বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন ৷ জানা গেছে, বিজেপি প্রার্থী ড. নীরা যাদব বৃহস্পতিবার সকালে কোডারমায় তাঁর বাসভবন থেকে একটি মিছিল করে হনুমান মন্দিরে যাবেন। সেখান থেকে মহকুমা শাসকের দফতরে পৌঁছে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। মনোনয়ন জমা দেওয়ার পর সভা হবে বলেও জানা গেছে।

কোডারমার আরজেডি প্রার্থী সুভাষ প্রসাদ যাদবও বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেবেন৷ নির্দল প্রার্থী শালিনী গুপ্তাও এদিন মনোনয়ন জমা দেবেন বলে জানা গেছে। এঁরা ছাড়াও বৃহস্পতিবার আরও অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা যাচ্ছে।

You might also like!