Jharkhand

7 months ago

Jharkhand:ঝাড়খণ্ডে গাড়ি থেকে উদ্ধার প্রায় ৪৬ লক্ষ টাকা

Around Rs 46 lakh recovered from car in Jharkhand
Around Rs 46 lakh recovered from car in Jharkhand

 

রামগড়, ৯ মে : ফের শিরোনামে ঝাড়খণ্ড।লোকসভা ভোটের আবহে আবারও উদ্ধার হলো টাকা। বুধবার ঝাড়খণ্ডের রামগড়ে স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম গাড়ি তল্লাশি করার সময়ে একটি গাড়ি থেকে ৪৫ লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার করে।

বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, টোল প্লাজার কাছে বুধবার ৩৩ নম্বর জাতীয় সড়কের উপর রামগড়ের একটি চেকপোস্টে পুলিশ কর্মীরা একটি গাড়ি থেকে নগদ প্রায় ৪৬ লক্ষ টাকা উদ্ধার করে। উদ্ধার করা অর্থ সেলস ট্যাক্স দলের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আয়কর বিভাগকে জানানো হয়েছে এবং আয়কর বিভাগ তদন্তের পরে পরবর্তী ব্যবস্থা নেবে বলে জানিয়েছে স্ট্যাটিক সার্ভেলিয়েন্স টিম।


You might also like!