Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Jharkhand

2 years ago

Jhargram:ঝাড়গ্রামে ফের হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির

A person died after being attacked by an elephant in Jhargram
A person died after being attacked by an elephant in Jhargram

 

ঝাড়গ্রাম  : আবারও হাতির হানায় মৃত্যু হল এক ব্যক্তির। দুপুরে এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার লোধাশুলি রেঞ্জের বিরিহান্ডি বীটের কেউদিশোল এলাকায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জীবন সিং (৬০) বাড়ি ওই গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে কাঠ পাতা সংগ্রহ করার জন্য জঙ্গলের দিকে যাচ্ছিলেন তিনি। সেই টগর মাস্টারের কাজু বাগান সংলগ্ন এলাকায় একটি হাতির মুখোমুখি হয়ে গেলে ফিরে পালানোর সময় হাতিটি তাঁকে শুঁড় দিয়ে ধরে আছাড় মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে স্থানীয় মানুষজনেরা কাজু বাগানের ভেতরে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন ৷ তারপর বনদফতরকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার পর বনদফতরের কর্মীরা ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়্গ্রাম জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বনদফতর সূত্রে জানা গিয়েছে লোধাশুলি রেঞ্জ এলাকায় প্রায় ৭০ থেকে ৭৫ টি হাতির দল দুটি ভাগে ভাগ হয়ে রয়েছে যার মধ্যে জারুলিয়া ও কাজলা এলাকায় ১০ থেকে ১৫ টি হাতির একটি দল রয়েছে।

উল্লেখ্য হাতির হানায় প্রাণহানি ও আহতের ঘটনার পাশাপাশি বাড়িঘর ভাঙ্গচুর ও ফসলের ক্ষয়ক্ষতি লেগেই রয়েছে ঝাড়্গ্রাম জেলায়। অভিযোগ প্রায় প্রত্যেক মাসেই হাতির আক্রমণে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।এদিকে হাতির হানায় একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকায় উদ্বেগ বাড়ছে বনদফতরের।

এবিষয়ে ঝাড়্গ্রামের ডিএফও পঙ্কজ সূর্যবংশী বলেন "হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতার পরিবারকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্ষতিপূরনের টাকা দেওয়া হবে। পাশাপাশি তিনি বলেন, মানুষজনকে বারে বারে সচেতন করা হচ্ছে। কিন্তু সচেতন হচ্ছেন না। যার ফলে হাতির হানায় মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা বারে বারে সচেতন করে বলছি হাতি এলাকায় এলে জঙ্গলে না যাওয়ার জন্য। "

You might also like!