Jharkhand

1 year ago

Jharkhand:ঝাড়খণ্ডের খুন্তিতে শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি

A house fire in Jharkhand's Khunti district caused extensive property damage
A house fire in Jharkhand's Khunti district caused extensive property damage

 

খুন্তি, ৮ জানুয়ারি : ঝাড়খণ্ডের খুন্তি জেলায় একটি বাড়িতে আগুন লেগে প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। খুন্তির মুরহু থানা এলাকার দারলা গ্রামের বাসিন্দা রাম মাহাতোর বাড়িতে সোমবার সকালে আগুন লাগে। সোমবার সকাল ৬টা নাগাদ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি ঘটে, পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

আগুনে প্রচুর সম্পত্তি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে বিজেপি কিষাণ মোর্চার রাজ্য সহ-সভাপতি কাশীনাথ মাহাতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ওই বাড়িতে আসেন। কাশীনাথ মাহাতো জানিয়েছেন, ঘটনার খবর মুরহুর ব্লক ডেভেলপমেন্ট অফিসার ও সার্কেল অফিসারকে জানানো হয়েছে। তিনি বলেন, এই দুর্ঘটনাটি নিয়ে বিদ্যুৎ বিভাগের আধিকারিকদের সঙ্গেও আলোচনা করা হবে এবং যে পরিবারের ক্ষতি হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টাও করা হবে। বিষয়টি খুন্তির বিধায়ক নীলকান্ত সিং মুন্ডাকেও জানানো হয়েছে।


You might also like!