International

1 year ago

Russia- Ukraine: কৃষ্ণ সাগরের রুশ নৌবহরে হামলা ইউক্রেনের

Ukraine attacked the Russian fleet in the Black Sea
Ukraine attacked the Russian fleet in the Black Sea

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ইউক্রেনের পিছনে আছে মার্কিন ও বেশিরভাগ ইউরোপিয় শক্তি। ফলে ইউক্রেনও এক ইঞ্চি মাটি ছাড়তে রাজি না। রাশিয়ার একাধিক হামলার পড়ে এবার পাল্টা হামলায় ইউক্রেন। কৃষ্ণ সাগরে অবস্থিত রাশিয়ার নৌবাহিনীর সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। শুক্রবারের স্থানীয় সময় দুপুর ১২ টায় এ হামলায় একজন নিখোজ হয়েছে।  হামলার পরপরই দেওয়া বিবৃতিতে প্রথমে একজন নিহতের খবর জানিয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।পড়ে অবশ্য সংখ্যাটা বাড়ে। পরবর্তী সময়ে বিবৃতি পালটে ‘হামলার পর বিস্ফোরণে একজন নিখোঁজ’ হওয়ার খবর দেয় মস্কো। হামলার ঘন্টাখানেকের মধ্যেই এক বিমান বাহিনীর এক টেলিগ্রাম পোস্টে রুশ নৌবাহিনীর সদর দপ্তরে চালানো হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। এর ফলে বিশ্ব পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ছে। তুরস্ক ও ভারতের মতো কয়েকটি দেশ ছাড়া অন্যান্য অধিকাংশ দেশ কোনো না কোনো পক্ষ নিয়ে ফেলেছে - এটাই শঙ্কার কারণ।

 ইউক্রেনের বিমান বাহিনীর এক সূত্র জানায়, হামলায় ব্রিটেন ও প্রান্সের সরবরাহ করা দূরপাল্লার ক্রুজ মিসাইল ব্যবহার করেছে। ব্যবহারিক এবং প্রতীকী উভয় কারণেই রাশিয়ার কৃষ্ণ সাগর সদর দপ্তর ইউক্রেনের প্রধান লক্ষ্য। রাশিয়া কৃষ্ণ সাগরে তার নৌ-জাহাজ থেকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল যার ফলে ভয়াবহ ক্ষতি হয়েছিল। এমনকি ইউক্রেন শস্য রপ্তানি করতে ব্যবহৃত কৃষ্ণ সাগরে সামুদ্রিক শিপিং রুটগুলোও অবরুদ্ধ করার হুমকি দেওয়া হয়েছিল। কৃষ্ণ সাগরের নৌবহর এই অঞ্চলে রাশিয়ার শতাব্দী প্রাচীন সামরিক উপস্থিতির একটি প্রধান প্রতীক। ইউক্রেনীয় উপদ্বীপে তার দাবির ন্যায্যতা প্রমাণ করতে ক্রিমিয়ায় বারবার নৌবহরের উপস্থিতি ব্যবহার করেছে রাশিয়া। এই নিয়ে তীব্র আপত্তি মার্কিন ও ইউরোপের অধিকাংশ দেশের।

You might also like!