International

6 hours ago

PM Modi Japan Visit: জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে মতবিনিময় প্রধানমন্ত্রীর

Prime Minister Narendra Modi meets with governors of 16 Japanese prefectures in Tokyo
Prime Minister Narendra Modi meets with governors of 16 Japanese prefectures in Tokyo

 

টোকিও, ৩০ আগস্ট : টোকিওতে জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি নিজেই এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, "আজ সকালে টোকিওতে, জাপানের ১৬টি প্রিফেকচারের গভর্নরদের সঙ্গে মতবিনিময় করেছি। ভারত-জাপান বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হল রাজ্য-প্রিফেকচার সহযোগিতা। এই কারণেই গতকাল ১৫-তম বার্ষিক ভারত-জাপান শীর্ষ সম্মেলনে এই বিষয়ে একটি পৃথক উদ্যোগ চালু করা হয়েছে।" প্রধানমন্ত্রী মোদী আরও জানান, "বাণিজ্য, উদ্ভাবন, উদ্যোক্তা এবং আরও অনেক ক্ষেত্রে সহযোগিতার বিশাল সুযোগ রয়েছে। স্টার্টআপ, প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো ভবিষ্যত ক্ষেত্রগুলিও উপকারী হতে পারে।" জাপান সফরকে ফলপ্রসূ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "একটি ফলপ্রসূ সফরে ফলপ্রসূ ফলাফল। আগামী সময়ে ভারত-জাপান বন্ধুত্ব আরও নতুন উচ্চতায় পৌঁছক।"

You might also like!