International

2 weeks ago

Pakistan strikes Afghanistan: আফগানিস্তানে হামলা পাকিস্তানের, মৃত ৯ শিশু-সহ ১০

Taliban Confirms Pakistan Attack in Afghanistan Claims 9 Young Lives
Taliban Confirms Pakistan Attack in Afghanistan Claims 9 Young Lives

 

কাবুল, ২৫ নভেম্বর : ফের আফগানিস্তানে হামলা পাকিস্তানের। সোমবার মধ্যরাতের এই হামলায় মৃত্যু হয়েছে ৯ শিশু ও ১ মহিলার। মৃত শিশুদের মধ্যে পাঁচজন বালক ও চারজন বালিকা। মঙ্গলবার তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ একথা জানিয়েছেন। মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী সাধারণ মানুষের বাড়িতে বোমা ফেলেছে। ফলস্বরূপ ৯ জন শিশু ও এক মহিলা শহিদ হয়েছেন। নিরীহ মানুষের বাসস্থান লক্ষ্য করে পাকিস্তানি হামলার তীব্র নিন্দা করেছে আফগান সরকার। মুজাহিদের দাবি, পাক বায়ুসেনার ক্ষেপণাস্ত্র একটি বসত বাড়ির উপরে আছড়ে পড়ে। ওই বাড়িরই ১০ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ৪ জন। পাকিস্তানের সেনা এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি। এর আগেও জঙ্গি দমন অভিযানের নামে আফগানিস্তানের সাধারণ মানুষের উপরে হামলার অভিযোগ উঠেছে পাক নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে।

You might also like!