International

1 year ago

Mamata going to see Real Madrid ground : রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ দেখতে যাচ্ছেন মমতা-সৌরভ

Mamata-Saurav is going to see Real Madrid's home ground (Collected)
Mamata-Saurav is going to see Real Madrid's home ground (Collected)

 

মাদ্রিদ, ১৬ সেপ্টেম্বর : রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবিউ নতুন করে নির্মিত হয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেই নতুন মাঠে প্রথম ম্যাচ খেলেছে রিয়াল।

নবকলেবরে সেজে ওঠা সেই স্টেডিয়ামের ছাদ প্রয়োজন মতো খোলা-বন্ধ করা যায়। শুধু তাই! মাঠও চলে যায় মাটির নীচে। স্টেডিয়ামটিকে যখন বাণিজ্যিক কারণে ভাড়া দেওয়া হবে, তখন পৃথক একটি প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। মাঠের যাতে কোনও ক্ষতি না হয় তাই তা ভাঁজ করে ঢুকে যাবে মাটির নীচে। সেখানে জল, অতিবেগনি রশ্মি দিয়ে সতেজ রাখা হবে ঘাস। নতুন সান্তিয়াগো বার্নাবিউতে এখন একসঙ্গে ৮৫ হাজার দর্শক বসে খেলা দেখতে পারেন।

আশ্চর্যের সেই মাঠই শনিবার দেখতে যাচ্ছেন দিদি ও দাদা। অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সৌরভ গঙ্গোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর মাদ্রিদ সফরে শনিবার সরকারি কোনও কর্মসূচি ছিল না। সেখানে লেখা ছিল ‘হলি ডে’। কিন্তু দিদির অভিধানে ‘ছুটি’ বলে কিছু লেখা নেই। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ ও ফুটবল পরিকাঠামো দেখতে যাবেন তিনি। সঙ্গে যাবেন দাদা, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

রিয়াল মাদ্রিদের প্রতিষ্ঠা ১৯০২ সালে। ১২১ বছরের ক্লাবটির দোর্দণ্ডপ্রতাপ জানে গোটা ফুটবল দুনিয়া। তাদের ট্রফি ক্যাবিনেট ঝলমলে করে রেখে ৩৫টি লা লিগা। সঙ্গে ১৪টি চ্যাম্পিয়ন্স লিগ। তাদের বলা হয় ইউরোপীয় ফুটবলের সবচেয়ে সফল ক্লাব। বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে তাদের কয়েক কোটি সমর্থক। শুধু ফুটবল নয়, তার বিপণনকেও অন্য পর্যায়ে নিয়ে গিয়েছে এই স্প্যানিশ ক্লাবটি।

You might also like!