International

1 year ago

Modi and Hasina:আরও একাধিক ক্ষেত্রে এক সঙ্গে কাজ করবে ভারত-বাংলাদেশ, অঙ্গীকার মোদী ও হাসিনার

Modi and Hasina
Modi and Hasina

 

নয়াদিল্লি:  জি-২০ শীর্ষ সম্মেলনের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজধানী দিল্লিতে নিজের বাসবভনে হাসিনার সঙ্গে বৈঠকে বসেন মোদী। এদিনের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, 'নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।  

শনিবার থেকে দিল্লিতে জি২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির সম্মেলন শুরু হচ্ছে। যে বৈঠকের অতিথি হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই সম্মেলন শুরুর আগে আজ দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এদিন দু'জনে একেবারে হাসিমুখে সাক্ষাৎ করেন। তারপর একাধিক আধিকারিকের উপরস্থিতিতে দু'জনে আলোচনা সারেন। হাজির ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ দু'দেশের একাধিক শীর্ষ আধিকারিকরা। এদিনের বৈঠকের পর ভারতের প্রধানমন্ত্রী দফতরের তরফে বলা হয়েছে, 'নতুন-নতুন ক্ষেত্রে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার জন্য (বাংলাদেশের) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। যোগাযোগ ব্যবস্থা, সংস্কৃতির মতো একাধিক ক্ষেত্রে দু'দেশের বন্ধন আরও মজবুত করার বিষয়ে তাঁর একমত হয়েছেন। সেইসঙ্গে দু'দেশের মানুষের সম্পর্কের বন্ধনও মজবুত করার বিষয়ে একমত হয়েছেন তাঁরা।'

হাসিনার সফরে ভারত ও বাংলাদেশের যে তিনটি মউ স্বাক্ষরিত হবে, তা আগেই জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী আবদুল মোমেন। সাংস্কৃতিক বিনিময় ক্ষেত্রে মউ, ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ও বাংলাদেশ ব্যাঙ্কের মধ্যে মউ (যাতে টাকা ও রুপির লেনদেন আরও সুগম হয়) এবং কৃষি গবেষণা ও শিক্ষাক্ষেত্রে সহযোগিতা নিয়ে মউ স্বাক্ষর হবে।


You might also like!