International

1 year ago

Shahbaz Sharif:'অন্ধকার অধ্যায়', ইমরানের সাজা স্থগিতাদেশে প্রতিক্রিয়া শাহবাজের

Shahbaz Sharif
Shahbaz Sharif

 

ইসলামাবাদ: তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সাজা স্থগিত হওয়ায় যারপরনাই ক্ষুব্ধ হয়েছেন পাকিস্তানের বিদায়ী প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সাজার স্থগিতের বিষয়টি নিয়ে নিজ প্রতিক্রিয়ায় ইসলামাবাদ হাইকোর্টের সিদ্ধান্তকে ‘অন্ধকার অধ্যায়’ বলে মন্তব্য করেছেন তিনি।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যানের সাজা স্থগিতের ঘটনায় প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালেরও নিন্দা করেন । মঙ্গলবার ইমরানের সাজা স্থগিতের নির্দেশ দেয় ইসলামাবাদ হাইকোর্ট। রায়টিকে ইমরান খান ও পিটিআইয়ের জন্য বড় রাজনৈতিক হিসেবে দেখা হচ্ছে।

এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন, ইমরান খানের প্রতি প্রভাবিত হয়েছেন ইসলামাবাদের উচ্চ আদালত। রায় ঘোষণার আগেই কী হতে যাচ্ছে, তা যদি সবাই জানে তাহলে এটি বিচার ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

সদ্য বিদায়ী এ প্রধানমন্ত্রী মাইক্রো ব্লগিং সাইট এক্স’এ দেওয়া এক পোস্টে লিখেছেন, বিচার ব্যবস্থার এমন ভূমিকা ইতিহাসের অন্ধকার অধ্যায় হয়ে লেখা থাকবে। দাড়িপাল্লা একদিকে। কিন্তু ন্যায়বিচারকে ক্ষুণ্ণ করে এমন রায় কোনভাবেই গ্রহণযোগ্য নয়।

চলতি মাসের শুরুতে তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত করে আদালত সাজা ঘোষণার পরই গ্রেফতার করা হয় ইমরানকে। গত শনিবার ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধানকে তিন বছরের জেলের সাজা দেয়। মঙ্গলবার সেই সাজায় স্থগিতাদেশ দিল ইসলামাবাদ হাইকোর্ট। ইমরান খানকে ১ লক্ষ টাকা সিউরিটি বন্ড জমা দিতে বলা হয়েছে। হাইকোর্টের রায়কেই অন্ধকার অধ্যায়’ বলে উল্লেখ করেন শাহবাজ শরীফ ।


You might also like!