International

1 year ago

China's defense minister is now missing:এবার নিখোঁজ চিনের প্রতিরক্ষামন্ত্রী

China's defence minister Li Shuangfu is missing
China's defence minister Li Shuangfu is missing

 

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর  : ফের বেপাত্তা চিনের মন্ত্রী। বিদেশমন্ত্রীর পর এবার নিখোঁজ চিনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর । সূত্র মারফত জানা গিয়েছে, গত দুই সপ্তাহ ধরে প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর কোনও খোঁজ মেলেনি। শোনা গিয়েছে, অসুস্থতার দোহাই দিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও বাতিল করেছেন চিনা প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন বিশেষজ্ঞদের মতে, তাঁকে সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বেশ কয়েকটি মার্কিন সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, গত দুই সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যায়নি চিনা প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুকে। বিশেষজ্ঞদের দাবি, তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে শি জিনপিং প্রশাসন। তাছাড়াও মন্ত্রিসভার সমস্ত পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে শাংফুকে। যদিও এখনও পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রী হিসাবে নতুন কারও নাম ঘোষণা করেনি চিন সরকার। দিন কয়েক আগেই ভিয়েতনামের একটি বৈঠক বাতিল করে দেন শাংফু। কারণ হিসাবে বলা হয়, অসুস্থতার কারণে বৈঠকে উপস্থিত থাকতে পারবেন না চিনা প্রতিরক্ষামন্ত্রী।

সেই সঙ্গেই জানা গিয়েছে, চিনা সেনাবাহিনীর রকেট বিভাগের দুই উচ্চপদস্থ আধিকারিককেও সরিয়ে দেওয়া হয়েছে। পারমাণবিক মিসাইল উৎক্ষেপণ নিয়েই এই বাহিনী কাজ করে। তবে কী কারণে দুই আধিকারিককে বরখাস্ত করা হয়েছে, তা এখনও অজানা। এই দুই ঘটনা প্রকাশ্যে আসার পরেই জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রাহম ইমানুয়েল এক্স প্ল্যাটফর্মে লেখেন, “প্রথমে বিদেশমন্ত্রী কিং গ্যাং, তার পর রকেট বিভাগের আধিকারিক। এবার নিখোঁজের তালিকায় যোগ হল চিনা প্রতিরক্ষামন্ত্রীর নামও। চিনা মন্ত্রিসভার আচরণ ক্রমেই আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাসের মতো হয়ে উঠছে।”

জেনারেল লি শাংফুকে শেষবার প্রকাশ্যে দেখা যায় গেল ২৯ আগস্ট। বেইজিংয়ে অনুষ্ঠিত তৃতীয় চিন-আফ্রিকা শান্তি ও নিরাপত্তা ফোরামে বক্তব্য দেন তিনি। একই মাসে শির রদবদলের খবর সামনে আসে। এর আগে গত জুলাই থেকে এখনও পর্যন্ত ‘নিখোঁজ’ চিনের বিদেশমন্ত্রী কিং গ্যাং। 

You might also like!