Breaking News
 
Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর! Kolkata Security Breach: ভুয়ো আধার হাতে কলকাতায় বছরভর বাস, ফোর্ট উইলিয়ামে সন্দেহজনক ঘোরাফেরা, পাকড়াও বাংলাদেশি অনুপ্রবেশকারী!

 

Horoscope

10 months ago

Kaushiki Amavasya:কৌশিকী অমাবস্যায় বিরাট যোগ! ভাগ্য খুলবে ৫ রাশির জাতক-জাতিকাদের

Kaushiki Amavasya
Kaushiki Amavasya

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কৌশিকী অমাবস্যা, আর বাকি অমাবস্যার তুলনায় বেশ অনেকটাই আলাদা। বৌদ্ধ ও হিন্দু তন্ত্রে এই দিনের এক বিশেষ মাহাত্ম্য আছে। এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজা মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন৷ তন্ত্র মতে এই রাতকে 'তারা রাত্রি'ও বলা হয়৷ এই কৌশিকী অমাবস্যার পালন শুরুর ইতিহাসও বেশ খানিকটা আলাদা।

শ্রীশ্রীচণ্ডীতে বর্ণিত মহা সরস্বতী দেবীর কাহিনীতে বলা আছে, পুরাকালে একবার শুম্ভ ও নিশুম্ভ কঠিন সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করলে চতুরানন তাঁদের বর দেন, কোনও পুরুষ তাঁদের বধ করতে পারবেন না৷ শুধু কোনও অ-যোনি সম্ভূত নারী তাঁদের বধ করতে পারবেন। অর্থাৎ এমন এক নারী, যিনি মাতৃগর্ভ থেকে জন্ম নেননি, তাঁর হাতেই এই দুই অসুর ভাই-এর মৃত্যু হবে।

পূর্ব জন্মে পার্বতী যখন সতী রূপে দক্ষ যজ্ঞ স্থলে আত্মাহুতি দেন, তার কারণে এই জন্মে ওঁর গাত্র বর্ণ কালো মেঘের মতো। তাই ভোলানাথ তাঁকে কালিকা ডাকতেন। একদিন দানব ভাইদের দ্বারা পীড়িত ক্লান্ত দেবতারা যখন কৈলাশে আশ্রয় নিলেন, শিব সব দেবতাদের সামনেই পার্বতীকে বললেন, “কালিকা তুমি ওদের উদ্ধার করো।” সবার সামনে 'কালী' বলে ডাকায় পার্বতী অত্যন্ত ক্ষুব্ধ, অপমানিত ও ক্রোধিত মনে মানস সরোবরের ধারে কঠিন তপস্যা করলেন।

তপস্যান্তে শীতল মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালো পরিত্যাগ করলেন ও পূর্ণিমার চাঁদের মতো গাত্র বর্ণ ধারণ করলেন। ওই কালো কোশিকাগুলি থেকে এক অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণ দেবীর সৃষ্টি হয়। ইনি দেবী কৌশিকী। আজ সেই তিথি, যে দিন এই দেবীর উৎপত্তি হয় এবং তিনি শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন। তাই এই অমাবস্যার নাম কৌশিকী অমাবস্যা। তারাপীঠে অতি ধুমধামে পালিত হয় এই অমাবস্যা।

এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র এবং ইংরেজির ২ সেপ্টেম্বর ২০২৪। রবিবার ভোর ৫.০৭ থেকে ১৭ ভাদ্র, ১৪৩১ মঙ্গলবার সকাল ০৬.৩১ পর্যন্ত এই অমাবস্যা। জ্যোতিষ শাস্ত্রমতে, এই অমাবস্যাতেই ভাগ্যের চাকা ঘুরতে চলেছে বেশ কয়েকটি রাশির। 

সিংহ রাশিঃ- ১৬ অগাস্ট ২০২৪, সূর্য নিজের সব থেকে প্রিয় তথা মূল ত্রিকোণ রাশি সিংহে প্রবেশ করবেন, এই রাশিতে থাকবেন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত । কৌশিকী অমবাস্যায় সূর্য থাকবেন নিজের রাশিতেই । ফলে এই রাশির জাতক-জাতিকারা যে কাজের হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন।

কুম্ভ রাশিঃ- শনিও নিজে মূল ত্রিকোণ রাশি কুম্ভতে বক্রি অবস্থায় থাকবেন। শনি কুম্ভতে থাকবেন আগামী বছর মার্চ পর্যন্ত । এরফলেই টাকা পয়সায় ফুলে ফেঁপে উঠবেন এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশিঃ- এই রাশির জাতক-জাতিকাদের জন্য বিরাট ঘটনা ঘটতে চলেছে । এই রাজযোগের রাশির লগ্নতে তৈরি হতে চলেছে। পাহাড় প্রমাণ ব্যক্তিত্ব আসবে জীবনে । নতুন ঘটনা জীবনকে আরও সমৃদ্ধ করতে চলেছে । সমাজে মান সম্মান প্রতিষ্ঠিত হতে চলেছে ।

মীন রাশিঃ- রাশির জাতক-জাতিকাদের জন্য বুধাদিত্য রাজযোগ বিরাট প্রভাব বিস্তার করতে চলেছে । এই রাজযোগ ধন সম্পত্তির ঘরে তৈরি হতে চলেছে । ব্যবসায়ীদের জন্য পরিস্থিতি অনুকূল । জাতক-জাতিকারা সমস্ত প্রতিকূলতা জয় করবেন । 

কর্কট রাশিঃ- এই রাশির জন্য বিরাট পরিস্থিতির জন্ম দেবে । নতুন করে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসতে চলেছে ভাল খবর । রাশির কর্মের ঘরে এই রাজযোগের নির্মাণ হচ্ছে । চাকরি ও ব্যবসার সঙ্গে আয়ের নতুন নতুন স্রোত তৈরি হবে । বিদেশযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন জাতক-জাতিকারা ।

You might also like!