Breaking News
 
School jobs case: এসএসসি নিয়োগ বিধি নিয়ে হাই কোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা, শনিবার শুনানির সম্ভাবনা! PM Modi in Durgapur: নরেন্দ্র মোদির সভার আগে নাটকীয় মুহূর্ত দুর্গাপুরে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে কান্নায় ভেঙে পড়লেন এক তরুণী! Dilip Ghosh: দুর্গাপুরে মোদি, দিল্লিমুখী দিলীপ, বঙ্গ বিজেপিতে আদি-নব্য দ্বন্দ্ব ফের প্রকাশ্যে! RCB stampede report: আরসিবি-র বিজয় উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু ১১ জনের, চাপ বাড়ল ফ্র্যাঞ্চাইজির উপর; বিরাট কোহলির নাম জড়াল ঘটনায়! Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়ের জামিনে ফের অনিশ্চয়তা,বিচারপতির অব্যাহতিতে স্থগিত সুপ্রিম কোর্টে শুনানি! Narendra Modi: মোদির সফর ঘিরে সাজো সাজো রব দুর্গাপুরে, নিরাপত্তায় কড়াকড়ি, রাজনীতির উত্তাপ চরমে!

 

Horoscope

1 year ago

Holi 2024 Chant Mantra: রাশি মেনে রঙ নির্বাচন করুন দোলের দিন! অর্থ সংকট দুরে চলে গিয়ে বাড়বে সুখ-সমৃদ্ধি

Holi 2024 Chant Mantra
Holi 2024 Chant Mantra

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ২৫ মার্চ দোল। সমস্ত দুঃখ, শত্রুতা ভুলে আনন্দে মেতে ওঠার দিন। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই রং খেলায় মশগুল হয় এ দিন। জ্যোতিষ অনুযায়ী হোলির দিনে রাশি অনুযায়ী রং নির্বাচন করা সবচেয়ে শুভ। এর ফলে মন আনন্দে ভরপুর হয়ই, পাশাপাশি গ্রহের অশুভ প্রভাব থেকেও মুক্তি পাওয়া যায়। তাই এ বারের দোলে রং কিনতে যাওয়ার আগেই জেনে নিন কোন রং আপনার জন্য শুভ। মেষ থেকে মীন পর্যন্ত কোন রাশির জাতকরা কোন রং কিনবেন জেনে নিন। পাশাপাশি এই তিথিতে রাশি অনুযায়ী মন্ত্র জপ করলেও সুফল অর্জন করা যায়।

মেষ ও বৃষ রাশি​

মেষ রাশির জাতকরা লাল ও হলুদ রং দিয়ে হোলি খেলুন। এই রং দিয়ে হোলি খেললে জীবনে ভালোবাসা ও ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। মেষ অগ্নি তত্বের রাশি। তাই দোলে সময় লাল রং আপনাদের জন্য শ্রেষ্ঠ।

মন্ত্র: ওম নমঃ ভগবতে বাসুদেবায়

বৃষ রাশির জাতকরা সাদা পোশাক পরে দোল খেলবেন। আপনাদের জন্য বেগুনী ও কমলা রঙের আবীর সবচেয়ে শুভ। এর প্রভাবে সৌভাগ্য বৃদ্ধি হবে। পরিবারে শান্তি ও স্বস্তি বজায় থাকবে।

মন্ত্র: এই দিনে গায়ত্রী মন্ত্র জপ করুন।

​মিথুন ও কর্কট রাশি​

মিথুন রাশির জাতকরা ২৫ মার্চ সবুজ রং ও আবীর দিয়ে দোল খেলুন। এই রাশির অধিপতি বুধ। এই রাশির শুভ রং সবুজ। এই রং দিয়ে দোল খেললে পরিবারে সমৃদ্ধি বৃদ্ধি পাবে। পরিবারের উন্নতি হবে। এর ফলে মান-সম্মান বৃদ্ধি পাবে। যার ফলে সম্পর্কের বন্ধন দৃঢ় হবে।

মন্ত্র: ওম শ্রী ক্ষীং ক্লীং

কর্কট রাশির জাতকরা সাদা রঙের পোশাক পরবেন। গোলাপী রঙ দিয়ে দোল খেললে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। জীবনে উন্নতির সম্ভাবনা রয়েছে। দোল খেলার আগে লক্ষ্মীকে গোলাপী রং নিবেদন করুন।

মন্ত্র:ওম এং হৃীং ক্লীং চামুণ্ডায় নমঃ

সিংহ ও কন্যা রাশি​

সূর্য এই রাশির অধিপতি। কমলা ও হলুদ রঙের আবীর দিয়ে দোল খেলা শুভ হবে। এ ছাড়াও সোনালী ও লাল রঙ আপনাদের জন্য অত্যন্ত শুভ। দোল খেলার আগে বিষ্ণুকে হলুদ আবীর নিবেদন করতে ভুলবেন না।

মন্ত্র: হনুমান চালিসা বা গায়ত্রী মন্ত্র জপ করুন।

কন্যা রাশির জাতকরা হোলির দিনে কমলাও গোলাপী রং দিয়ে দোল খেলুন। এই রং আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করবে। পাশাপাশি সুখ-শান্তি স্থাপিত হবে। কেরিয়ারে উন্নতি লাভ করতে পারবেন।

মন্ত্র: ওম নমঃ নারায়ণায়

তুলা ও বৃশ্চিক রাশি​

জ্যোতিষ অনুযায়ী তুলা রাশির জাতকরা ২৫ মার্চ হোলির দিনে সাদা বা গোলাপী রঙের পোশাক পরে হোলি খেললে সুখ বৃদ্ধি হবে। গোলাপী রং দিয়ে দোল খেললে সুখ বৃদ্ধি হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে। লক্ষ্মী প্রসন্ন হবেন এর ফলে। জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে।

মন্ত্র: ওম ক্লীং কৃষ্ণায় নমঃ

বৃশ্চিক জাতকদের লাল, মেরুন, হলুদ রং ও আবীর দিয়ে দোল খেলার পরামর্শ দেওয়া হচ্ছে। এর প্রভাবে আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন ও পারিবারিক সুখ-সমৃদ্ধি বাড়বে। কেরিয়ারে শুভ সংবাদ অর্জন করবেন এই রাশির জাতক।

মন্ত্র: হনুমান চালিসা বা সুন্দরকাণ্ড পাঠ করুন।

​ধনু ও মকর রাশি​

ধনু রাশির জাতকরা সবুজ ও লাল রঙের আবীর দিয়ে দোল খেললে পারিবারিক সম্পর্কে উন্নতি করতে পারবেন। পাশাপাশি কোষ্ঠীতে উপস্থিত বৃহস্পতির পরিস্থিতি মজবুত হবে। জীবনে সুখ-সমৃদ্ধির আগমন ঘটবে।

মন্ত্র: গায়ত্রী মন্ত্র জপ করুন।

হোলিতে মকর রাশির জাতকরা নীল ও বেগুনী রঙের আবীর দিয়ে খেলুন। দোল খেলার আগে কৃষ্ণকে নীল রঙের আবীর নিবেদন করুন। এর প্রভাবে জীবনের সমস্ত কষ্ট দূর হবে।

মন্ত্র: ওম নমঃ শিবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়

কুম্ভ ও মীন রাশি​

শনি এই রাশির অধিপতি। হোলিতে বেগুনীস কালো বা লাল রঙের আবীর ও রং ব্যবহার করুন। এর ফলে কাজে আগত বাধা গূর হবে। কঠিন পরিস্থিতিতেও সহজেই জয় লাভ করতে পারবেন।

মন্ত্র: ওম গং গণপতয়ে নমঃ, ওম এং হৃীং শ্রী লক্ষ্মীদেব্যৈ নমঃ।

মীন রাশির জাতকদের জন্য হলুদ রং অধিক শুভ। এ ছাড়াও সবুজ ও কমলা রং দিয়েও দোল খেলতে পারেন। এই রং আপনাদের সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হবে। কাজে সাফল্য লাভ করবেন ও জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে।

মন্ত্র: সুন্দরকাণ্ড বা হনুমান চালিসা পাঠ করুন।

You might also like!