Health

1 year ago

Remedies to Heal Burnt Tongue : যা! চা খেতে গিয়ে জিভটা পুড়ে গেল? জেনে নিন উপসমের ৫ ঘরোয়া টোটকা

Remedies to Heal Burnt Tongue
Remedies to Heal Burnt Tongue

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গরম চায়ে বে-খেয়ালে যেই না চুমুক দেওয়া, ব্যাশ নিমেশে পুড়ল তো জিভটা?পোড়া যদি তেমন গুরুতর হয় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। কিন্তু পোড়া যদি অল্প হয় সেক্ষেত্রে পোড়ার যন্ত্রনা থেকে মুক্তি পেতে ভরসা রাখুন এই সহজ ঘরোয়া টোটকাতে। 

*  জিভের জ্বালা-পোড়া কমাতে প্রথমেই ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সুতির কাপড়ে আইস কিউব দিয়ে জিভের জ্বলে যাওয়া অংশে আস্তে করে চেপে রাখুন। আরাম মিলবে। 

**পোড়া জায়গায় অল্প পরিমাণে মধু দিতে পারেন ,পোড়া ভাব থেকে দ্রুত নিরাময় মিলবে। 

***নারকেল তেল তার ময়শ্চারাইজিং এবং অ্যান্টি প্রদাহজনক বৈশিষ্ট্যের জন্য পরিচিত। জ্বালা থেকে মুক্তি পাওয়ার জন্য এক বড় চামচ জৈব নারকেল তেল মুখের মধ্যে নিন কিছুক্ষন রেখে ফেলে দিন এবং মুখ ধুয়ে নিন। আরাম মিলবে। 

****জ্বলে যাওয়া জিভে অ্যালোভেরা লাগালে সেই জ্বালা থেকে রেহাই পেতে পারেন। অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে সরাসরি জ্বলে যাওয়া জায়গায় দিন। উপসম হবে। 

*****জিভ পুড়লে কোনো কিছু না পেলে এক টুকরো বরফ মুখে নিয়ে চুশতে থাকুন নিমেশে ফল মিলবে। 

You might also like!