Breaking News
 
Diljit Dosanji :সোশ্যাল মিডিয়ায় ট্রোলিংয়ের শিকার দিলজিৎ? অমিতাভকে প্রণাম করার পর কেন হুমকির মুখে পড়লেন গায়ক? Tamannaah Bhatia:তামান্না ভাটিয়ার অবাক করা স্বীকারোক্তি: 'ত্রিশের আগেই ছুটি নিতাম...', কী কারণে ভেস্তে গেল সেই সিদ্ধান্ত? Deepika Padukone:কল্কি ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দীপিকা? প্রধান ছবি ও প্রিক্যুয়েল, কোথাও নেই নায়িকা! জল্পনা তুঙ্গে Vidya Balan-Enrique Iglesias: ২০ বছর আগে কোন কনসার্টে গিয়েছিলেন বিদ্যা? এক রাতের স্মৃতি কীভাবে নায়িকার জীবন বদলে দিল Aaradhya Bachchan and Navya Naveli Nanda: নভেলি নন, নব্যার জীবনে আরাধ্যা: মামাতো বোনের সঙ্গে তার মিষ্টি সম্পর্ক কেমন? Sohini Sarkar: ‘মা হব না’ মন্তব্যে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কীভাবে মা হতে চান তা খোলাখুলি জানালেন সোহিনী

 

Health

1 year ago

Meditate: মেডিটেশনের সহজ উপায় জানুন!

Learn the easy way to meditation!
Learn the easy way to meditation!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মেডিটেশনের উপকারিতা নিয়ে বলতে বসলে তার একটা লম্বা তালিকা তৈরি হবে৷ খুব ছোট করে বললে বলতে হয়, শরীরে একটা শান্ত ভাব নিয়ে আসে, কাজের প্রতি একাগ্রতা তৈরি হয়, মনের অস্থিরতা কমায়, ফলে কোনও বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, ধৈর্য ও আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে৷ তাই এই ব্যস্ত জীবনে এবং প্রতিযোগিতার দুনিয়ায় এগুলো কম কি৷ তবে অনেকেই মেডিটেশন বেশি দিন চালিয়ে যেতে পারেন না৷ কারণ মেডিটেশনের পদ্ধতি খুবই একঘেয়ে৷

চোখ বুজে, ধ্যানাসনে বসে, কত কাহাতক আর বসে থাকা যায়৷ তবে এটা ঠিক যে মেডিটেশন কিন্ত্ত একদিনে সম্ভব হয় না৷ নিয়মিত অভ্যাস প্রয়োজন৷ তাই রোজ ধৈর্য ধরে অভ্যাস করলে তবেই মিলবে আকাঙ্ক্ষিত ফল৷ তবে মেডিটেশন যাতে একঘেয়ে না লাগে, তার জন্য কয়েকটা কথা শুনে রাখুন৷ প্রথমত একটা নির্দিষ্ট জায়গায় রোজ মেডিটেশন করতে হবে, তার কোনও মানে নেই৷ যেখানে খুশি যখন খুশি মেডিটেশন করতে পারেন৷ তাছাড়া চোখ বন্ধ করে মেডিটেশন করতে হবে তার কোনও মানে নেই৷ চোখ খোলা রেখেও করা যেতে পারে৷ তবে মেডিটেশনের সময় চোখ বোজা থাকলে তাতে, মনঃসংযোগ করতে সুবিধা হয় বৈকি৷ মেডিটেশনের নানা প্রকার আছে৷ অনেক কাজের মধ্যে দিয়েও মেডিটেশন করা যেতে পারে৷ যেমন নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার সময় সচেতন ভাবে তা খেয়াল করুন৷ খাওয়ার সময় কী খাচ্ছেন সেই সম্পর্কে সচেতন হয়ে খাওয়া দাওয়া করুন৷ যেমন খাবার ধীরে ধীরে খান৷ প্রতিটা গ্রাস উপভোগ করুন ইত্যাদি৷

যখন কোনও কাজ করবেন, তখন যাতে তা একমনে করতে পারেন এবং সময়ে শেষ করতে পারেন তার চেষ্টা করুন৷ প্রয়োজনে নিজেকে চ্যালেঞ্জ করুন৷ এইভাবে ছোট ছোট কাজে মনঃসংযোগের আনন্দ খুঁজে নিন৷ যদি এক জায়গায় বসে মনঃসংযোগ করা আপনার ধাতে না থাকে, তাহলে শান্ত জন কোলাহল হীন কোনও জায়গায় হাঁটুন৷ শরীরের নার্ভগুলো তাতে শান্ত হবে৷ প্রথম প্রথম আপনি সঠিক পদ্ধতিতে মনঃসংযোগ করতে পারছেন কিনা, তাই নিয়ে চিন্তা করবেন না৷ শুধু নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নজর রাখুন ও চিন্তাকে নিয়ন্ত্রণে আনুন৷ পশ্চারের দিকেও খেয়াল রাখুন৷ মেডিটেশন করার আগে একটু স্ট্রেচিং এক্সারসাইজ করে নিতে পারেন৷ তাতে মেডিটেট করতে সুবিধা হবে৷ এইভাবে মেডিটেশনকে রোজকার রুটিন করে ফেলুন!

You might also like!