Game

7 months ago

Yashasvi Jaiswal: ধরমশালায় প্রথম ভারতীয় হিসাবে নজির গড়ার সামনে যশস্বী

Yashasvi Jaiswal (File Picture)
Yashasvi Jaiswal (File Picture)

 

ধরমশালা, ৭ মার্চ : যশস্বী জয়সওয়াল। ভারতীয় ক্রিকেটের এই ওপেনার চলতি সিরিজের সেরা আবিষ্কার। ইংল্যান্ড সিরিজে ধারাবাহিক ভাবে রান করে চলেছেন ভারতের এই তরুন ওপেনার। দু’টি দ্বিশতরান ইতিমধ্যেই তাঁর হয়ে গিয়েছে। সেই যশস্বীর সামনে ধরমশালার পঞ্চম টেস্টে আরও একটি নজির গড়ার সুযোগ এসে গেছে। আর ধরমশালায় এই নজির গড়ার জন্য তাঁর দরকার মাত্র ৪৫ রান। আর তা করতে পারলেই তিনি প্রথম ভারতীয় হিসাবে সেই নজির গড়ে ফেলতে পারবেন।

কি সেই নজির : এখনও পর্যন্ত জয়সওয়াল ইংল্যান্ড সিরিজ়েন ৬৫৫ রান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ব্যক্তিগত রানের নিরিখে বিরাট কোহলির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে রয়েছেন তিনি। কোহলি ৬৫৫ রান করেছেন ৪ টি টেস্ট খেলে। যশস্বী যদি এই টেস্টে আর ৪৫ রান করতে পারেন তাহলেই কোহলির রেকর্ড ভেঙে দেবেন। শুধু তাই নয়, প্রথম ভারতীয় হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি সিরিজে ৭০০ রান করার রেকর্ড গড়বেন।

উল্লেখ্য, ভারত-ইংল্যান্ড সিরিজ়ে আজ পর্যন্ত মাত্র দু’জন ব্যাটসম্যান ৭০০ রানের গন্ডি পেরোতে পেরেছেন। এরমধ্যে দুইজনই ইংল্যান্ডের। একজন গ্রাহাম গুচ এবং অন্যজন জো রুট। ১৯৯০ সালের সিরিজে গুচ ৭৫২ রান করেছিলেন। সেটাই সর্বোচ্চ রান। আর ২০২১-২২ সালে ভারত সফরে এসে রুট করেছিলেন ৭৩৭ রান। তিনি দ্বিতীয় স্থানে রয়েছেন। ভারতীয়দের মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে রাহুল দ্রাবিড়ের ৬০২ রান অনেকদিন এক নম্বরে ছিল। তা ২০১৬ সালে ভেঙেছিলেন কোহলি।

You might also like!