Game

4 hours ago

World Athletics Championships 2025: বিশ্ব অ্যাথলেটিকস, আকাশছোঁয়ার অভিযানে ডুপ্লান্টিস আবারও বিশ্ব রেকর্ড করলেন

Mondo Duplantis
Mondo Duplantis

 

টোকিও, ১৬ সেপ্টেম্বর : টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোমবার আবারও দেখা গেল সেই পরিচিত দৃশ্য। ডুপ্লান্টিসের হাতে পোল, সামনে ৬.৩০ মিটার উচ্চতার নতুন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জ তিনি যথারীতি জয় করে গড়লেন নতুন বিশ্ব রেকর্ড। অন্য কারও রেকর্ড নয়। তাঁর নিজেরই করা বিশ্ব রেকর্ড। গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে নিজেই গড়েছিলেন ৬.২৯ মিটার উচ্চতা টপকে যাওয়ার বিশ্ব রেকর্ড। সেটাকে অতীত করে এই সুইডিশ কিংবদন্তি আরেকটু এগোলেন টোকিওতে। সুইডেনের পতাকা জড়িয়ে গ্যালারি থেকে মাঠে ফেরার পর অভিনন্দন জানান তাঁর প্রতিদ্বন্দ্বীরাও।

You might also like!