Game

7 months ago

IND vs ENG: কে সেই টেস্টে ৬৯৮ উইকেট নেওয়া অ্যান্ডারসনের ‘বোলিং গুরু’? নাম জানলে চমকে যাবেন আপনি

James Anderson (File Picture)
James Anderson (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ৪১ বছর বয়সে এসেও তিনি বিশেষ পাত্তা দেন না বয়সকে। এই বয়সে এসেও তিনি ফর্মের একেবারে তুঙ্গে। ১৮৬টি টেস্টে এখনও পর্যন্ত তাঁর ঝুলিতে ৬৯৮ উইকেট। তিনি এক ও অদ্বিতীয় জেমস অ্যান্ডারসন (James Anderson)। দীর্ঘ ২১ বছরের টেস্ট কেরিয়ারে বিপক্ষের অনেক ব্যাটারের ঘুম কেড়ে নিয়েছেন ইংল্যান্ডের (England) তারকা পেসার। এবং এখনও বাইশ গজের যুদ্ধে দাপট দেখাচ্ছেন। এহেন জিমি এবার চমকে দেওয়া মন্তব্য করে দিলেন। তাঁর দাবি, রিভার্স সুইং তিনি জাহির খানের (Zaheer Khan) কাছ থেকে শিখেছেন।

টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন পেসারকে কুর্নিশ জানিয়ে অ্যান্ডারসন বলেন, “জাহির খানের জন্যই রিভার্স সুইং রপ্ত করতে পেরেছিলাম। আমাকে অনেকটা সময় দিয়ে রিভার্স সুইং শিখিয়েছিল জাহির। আমি বুঝে গিয়েছিলাম, উপমহাদেশে সাফল্য পেতে হলে রিভার্স সুইং রপ্ত করতেই হবে।” এখানেই থেমে না থেকে জিমি ফের যোগ বলেন, “জাহির পুরনো বলে দারুণ রিভার্স সুইং করাতে পারত। এটা সবার কাছে শিক্ষণীয়। আমি সুযোগ পেলেই জাহিরের সঙ্গে সময় কাটাতাম। দুই দেশ ও প্রতিদ্বন্দ্বীতার বাধা দূরে সরিয়ে জাহির আমাকে রিভার্স সুইং শিখিয়েছিল। ওর প্রতি আমি কৃতজ্ঞ।”

You might also like!