Breaking News
 
Himachal Pradesh:হিমাচলের প্রাকৃতিক দুর্যোগে ব্যথিত অনুরাগ, নিহতদের প্রতি সমবেদনা বিজেপি নেতার Gaza: ত্রাণের লাইনে মৃত্যুর মিছিল! গাজায় ৭৯৮ প্যালেস্টিনীয়কে গুলি করে হত্যা, জানাল রাষ্ট্রসংঘ AC local: বনগাঁ শাখায় নতুন শীতাতপ নিয়ন্ত্রিত লোকাল, মালদহ রুটে ইন্টারসিটি এক্সপ্রেস! সম্ভাব্য সূচনা ১৮ জুলাই প্রধানমন্ত্রীর হাত ধরে Kapil Sharma's cafe: কানাডায় কপিল শর্মার ক্যাফেতে খলিস্তানি হামলা, দায় স্বীকার ‘মোস্ট ওয়ান্টেড’ হরজিত লাড্ডির! Niti Ayog: নীতি আয়োগের রিপোর্টে মানচিত্র বিভ্রাট! মুখ্যমন্ত্রীর চিঠির পর সরল নীতি আয়োগের ত্রুটিযুক্ত মানচিত্র Shashi Tharoor: ‘গণতন্ত্রের অন্ধকার অধ্যায়’ – ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে প্রকাশ্য সমালোচনায় শশী থারুর!

 

Game

1 month ago

FIFA World Cup 2026: প্রথমবার বিশ্বকাপে উজবেকিস্তান ও জর্ডন

Uzbekistan's players celebrate after their 2026 FIFA World Cup Qualification
Uzbekistan's players celebrate after their 2026 FIFA World Cup Qualification

 

কলকাতা,৬ জুন : নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় সাফল্য পেল উজবেকিস্তান ও জর্ডন। বাছাইপর্ব এর বাধা পেরিয়ে প্রথমবারের মতো দেশ দুটি জায়গা করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। এছাড়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে বৃহস্পতিবার আরও একটি দল মূল পর্বের টিকেট নিশ্চিত করেছে, দক্ষিণ কোরিয়া। প্রথমবারের মতো ৪৮ দলের আসরটি আগামী বছর হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। স্বাগতিকের মর্যাদায় এই তিন দলের বিশ্বকাপে খেলা আগে থেকেই নিশ্চিত। সেই সঙ্গে বাছাই উৎরে বৃহস্পতিবার পর্যন্ত যোগ হয়েছে আরও সাতটি দল। এশিয়া অঞ্চলের বাছাইয়ে এ দিন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করে ‘এ’ গ্রুপের শীর্ষ দুইয়ে জায়গা পাকা করেছে উজবেকিস্তান। ৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। আর তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে ইরান।

এশিয়া অঞ্চলের বাছাইয়েই ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে উঠেছে দক্ষিণ কোরিয়া ও জর্ডন। এদিন ইরাককে ২-০ গোলে হারিয়ে নতুন সংস্করণের বিশ্বকাপে খেলা নিশ্চিত করল দক্ষিণ কোরিয়া। এই নিয়ে টানা ১১ বার বিশ্বকাপের মূল পর্বে উঠল তারা, যারা ২০০২ আসরে বিস্ময় জাগিয়ে সেমি- ফাইনালে উঠেছিল। এদিনের আরেক ম্যাচে ওমানের বিপক্ষে ৩-০ গোলে জিতে জর্ডনও বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দুইয়ে আছে জর্ডন। তাদের চেয়ে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে দক্ষিণ কোরিয়া। স্বাগতিক তিন দল ছাড়া যুক্তরাষ্ট্র বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা সাতটি দল হলো- জাপান, নিউ জিল্যান্ড, ইরান, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান ও জর্ডন।

You might also like!