Game

6 months ago

Mumbai Indians IPL Playoffs: হারের হ্যাটট্রিক করে টেবিলে লাস্ট বয়, কোন অঙ্কে IPL-এর প্লে অফে মুম্বই?

Mumbai Indians IPL Playoffs (File Picture)
Mumbai Indians IPL Playoffs (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ১০ দলের IPL-এ এখন লাস্ট বয় মুম্বই ইন্ডিয়ান্স। তিনটের মধ্যে প্রতিটাতে হেরে এখন তারা ধুঁকছে। প্রতিটা দল গ্রুপস্তরে মোট ১৪টা ম্যাচ খেলতে। যার মধ্যে তিনটে খেলা হলে বাকি আর ১১টা। কোন অঙ্কে পরের রাউন্ডে যাবে তারা? এখন এই অঙ্কই ঘোরাফেরা করছে সমর্থকদের মধ্যে।

IPL-এ যেই দলে সবথেকে বেশি তারকা আছে তাদের মধ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। প্লেয়ারের পাশাপাশি কোচিং স্টাফেও তারকার ছড়াছড়ি। কায়রন পোলার্ড, লসিথ মালিঙ্গার মতো কিংবদন্তী আছেন। মেন্টর হিসেবে আছেন সচিন তেন্ডুলকর। কিন্তু এত তারকা থাকলেও দলের সাফল্য আসছে না। বিশেষজ্ঞরা মনে করছেন, মুম্বই ইন্ডিয়ান্স দল অতীতে যেমন এক সুতোয় গাঁথা থাকত, এখন সেটা হচ্ছে না। কোথাও গিয়ে সেই সুতো খুলে যাওয়ায়, দল ছিন্ন বিছিন্ন হয়েছে। ফলে খেলায় বাঁধন দেখা যাচ্ছে না।

মুম্বই ইন্ডিয়ান্স দল প্রথম ম্যাচে পরাস্ত হয় তাদের পরিকল্পনার জন্য। জেতা ম্যাচ ব্যাটিং অর্ডারের ভুলে হাতছাড়া করে। দ্বিতীয় ম্যাচেও একই ছবি। বোলিংয়ে ভুল সিদ্ধান্ত। আর তৃতীয় ম্যাচে সিদ্ধান্ত ঠিক হলেও পারফর্ম করতে পারলেন না কেউ। ব্যক্তিগত পারফরম্যান্স দেখা গেলেও দলগত পারফরম্যান্স দেখা গেল না। ফলে ব্যর্থতা সঙ্গী রইল মুম্বইয়ের। শেষ ম্যাচে হারের ব্যবধান ছয় উইকেট।

এই তিনটে ম্যাচ হেরে মুম্বই পয়েন্ট তালিকায় শেষে চলে গেল। তাদের পয়েন্ট শূন্য। নেট রান রেট -১.৪২৩। তাদের উপরেই রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা তিনটে ম্যাচ খেলে একটায় জিতে দুই পয়েন্ট পেয়েছে। শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস।

কোন অঙ্কে প্লে অফে যেতে পারবে মুম্বই?

১০ দলের IPL হওয়ার পর এটা তৃতীয় মরশুম। গত দুটো মরশুম দেখলে দেখা যাবে ১৬ পয়েন্ট পেলে সেই দল প্লে অফে অর্থাৎ, শেষ চারে প্রবেশ করেছে। এখানে ১৬ পয়েন্ট কমপক্ষে পেলেই হবে না, নেট রান রেটও বেশি থাকতে হবে।

মনে করা হচ্ছে, এবারে এখনও যা পরিস্থিতি তাতে এবারও প্লে অফে প্রবেশ করতে গেলে ১৬ পয়েন্ট লাগবে কম করে। এখানে সুযোগ রয়েছে হার্দিকদের।

এখন মুম্বইয়ের বাকি আর ১১টা ম্যাচ। প্রতিটাতে তারা জিতলে তাদের পয়েন্ট হবে ২২। যদি সেটাই হয় তাহলে তারা শেষ দুইয়ে শেষ করতে পারবে। তবে দলের যা অবস্থা তাতে বাকি ১১টা ম্যাচ জেতা কঠিন। সেক্ষেত্রে প্লে অফে যেতে গেলে মুম্বইকে বাকি ১১টার মধ্যে থেকে আটটাতে জিততেই হবে। ফলে বাকি ম্যাচগুলো তাদের কাছে চ্যালেঞ্জের।

You might also like!