Game

1 month ago

Paris Olympics 2024: অলিম্পিক্সে স্বর্ণপদকে আদতে থাকেই না সোনা! তবে কি দিয়ে তৈরি বিজয়ীদের এই পুরস্কার?

Gold Medel
Gold Medel

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বর্তমানে প্যারিসে চলছে অলিম্পিক্স গেমস। কুস্তি, তিরন্দাজ সহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী খেলোয়াড়রা এই অলিম্পিক্সে অংশগ্রহণ করেন। অলিম্পিক্সে প্রথম স্থানাধিকারিরা পান সোনার পদক। দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারিরা পান রুপো ও ব্রোঞ্জ-র পদক। গত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে প্যারিস অলিম্পিক্স এবং চলবে আগামী ১১ আগস্ট পর্যন্ত।

সেই ১৯২৪ সালে প্যারিসে অলিম্পিক্স গেমস হয়েছিল। তার ঠিক ১০০ বছর পর আবার ফ্রান্সের রাজধানী প্যারিসে হচ্ছে অলিম্পিক্স গেমস। এবারের প্যারিস অলিম্পিক্সে পদকের সংখ্যা ৫,০৮৪টি। প্যারিস অলিম্পিক্সের পদকগুলির ব্যাস থাকছে ৮৫ মিলিমিটার, পদকগুলি হবে ৯.২ মিলিমিটার পুরু। সোনার পদকের ওজন ৫২৯ গ্রাম। রুপোর পদকের ওজন ৫২৫ গ্রাম। ব্রোঞ্জ পদকের ওজন ৪৫৫ গ্রাম। তবে এই সোনার পদকে আসলে পুরোটা সোনা দিয়ে তৈরি হয় না! 

অলিম্পিক্সে কি দিয়ে তৈরি হয় স্বর্ণপদক?

এবারের অলিম্পিক পদকের ডিজাইন করেছে বিখ্যাত লুইস ভিটন কোম্পানি। প্যারিস অলিম্পিক্সে ৩২টি ইভেন্টে এবার অংশ নিচ্ছেন মোট ১০ হাজার ৫০০ জন অ্যাথলিট। অলিম্পিক্সে স্বর্ণপদক তৈরি করা হয় রুপো দিয়ে। তাতে সোনা থাকে ৬ গ্রাম। পুরো সোনা দিয়ে অলিম্পিক্সের স্বর্ণপদক শেষবার দেওয়া হয়েছিল ১৯১২ সালের স্টকহোম গেমসে। তারপর থেকেই স্বর্ণপদক হচ্ছে গোল্ড প্লেটেড সিলভার মেডেল। ইন্টারন্যাশনাল অলিম্পিক্স কমিটির তরফে এই পদকগুলির নকশা এবং নির্মাণ সংক্রান্ত যাবতীয় নিয়মকানুন তৈরি করা হয়। তাদের নিয়মানুযায়ী, স্বর্ণপদকের বেশির ভাগ অংশ যে ধরনের রুপো দিয়ে তৈরি, তাতে বিশুদ্ধতার পরিমাণ অন্তত ৯২.৫ শতাংশ হতে হবে। প্যারিস অলিম্পিক্সে প্রতিযোগীদের যে স্বর্ণপদক দেওয়া হচ্ছে, ভারতীয় মুদ্রায় তার মূল্য ৮০ হাজার টাকার কাছাকাছি। অলিম্পিক্সের ইতিহাসে এই প্রথম কোনও দেশ তাদের জাতীয় স্মৃতিস্তম্ভের অংশ ব্যবহার করছে। আয়োজকেরা জানিয়েছেন, প্রতিটি পদকে আইফেল টাওয়ারে ব্যবহৃত ১৮ গ্রাম লোহা থাকছে।পদকের গোল চাকতির মাঝে থাকছে একটি ষড়ভুজাকৃতি অংশ। পদকের মাঝের ওই অংশে ব্যবহৃত হয়েছে ওই লোহা।

You might also like!