Game

4 months ago

IPL 2024: আইপিএলে ডট বলের বিপরীতে ১ লক্ষ ৬১ হাজার বৃক্ষরোপণ করবে টাটা গ্রুপ ও বিসিসিআই

Tata group and BCCI will plant 1 lakh 61 thousand trees against dot ball in IPL
Tata group and BCCI will plant 1 lakh 61 thousand trees against dot ball in IPL

 

কলকাতা, ২৮ মে : আইপিএল শুরু হওয়ার আগে টাটা গ্রুপের সঙ্গে বিসিসিআই একজোট হয়ে ঘোষণা করেছিল আইপিএল প্লেঅফে প্রতিটি ডট বলের বিপরীতে ৫০০টি গাছ লাগাবে। সবুজায়নের এই উদ্যোগ দু'টি সংস্থা নিয়েছিল ২০২৩ মরসুম থেকে। দেখা যাচ্ছে, প্লে অফের চার ম্যাচ মিলিয়ে ৩২৩টি ডট বল হওয়ায় এবার ১ লক্ষ ৬১ হাজার ৫০০ গাছ লাগাবে টাটা গ্রুপ ও বিসিসিআই।

পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রথম কোয়ালিফায়ারে কলকাতা ও হায়দরাবাদ ডট বল করেছিল ৭৩টি। এলিমিনেটারে রাজস্থান ও বেঙ্গালুরু ডট বল করেছিল ৭৪টি।কোয়ালিফায়ার ২এ হায়দ্রাবাদ ও রাজস্থান ডট বল করেছিল ৯৬টি আর ফাইনালে কলকাতা ও হায়দ্রাবাদের মধ্যে ডট বল হয়েছিল ৮০টি। সুতরাং প্লে অফের চার ম্যাচ মিলিয়ে ৩২৩টি ডট বল হওয়ায় এবার ১ লক্ষ ৬১ হাজার ৫০০ গাছ লাগাবে টাটা গ্রুপ ও বিসিসিআই। গত মরসুমে ৩২৩টি ডট বল হয়েছিল প্লেঅফ পর্বে। সে অনুযায়ী ১ লক্ষ ৪৭ হাজার গাছ লাগিয়েছিল বিসিসিআই ও টাটা। এবার আইপিএল আগের মরসুমকে ছাপিয়ে গেছে।


You might also like!