কলকাতা : লিডসে ২০ জুন শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড টেস্ট ম্যাচ। ভারতীয় দলের নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। আর এই শুভমান হলেন ভারতের টেস্ট দলের পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক।রোহিত শর্মার টেস্ট ক্রিকেট থেকে অবসরের পর পাঁচ ম্যাচের এই সিরিজের জন্য ২৫ বছর ২৮৫ দিন বয়সী পঞ্জাবের এই ব্যাটসম্যানকে অধিনায়ক মনোনীত করা হয়েছে।মনসুর আলী খান পতৌদি ভারতের প্রথম সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক হিসেবে ভারতকে নেতূত্ব দিয়েছিলেন ১৯৬২ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১ বছর ৭৭ দিন বয়সে।
ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক:
**মনসুর আলী খান পতৌদি:
বয়স: ২১ বছর ৭৭ দিন প্রতিপক্ষ: ওয়েস্ট ইন্ডিজ স্থান: ব্রিজটাউন - ২৩ মার্চ, ১৯৬২।
**শচীন টেন্ডুলকার:
বয়স: ২৩ বছর ১৬৯ দিন প্রতিপক্ষ: অস্ট্রেলিয়া স্থান: দিল্লি - ১০ অক্টোবর, ১৯৯৬
**কপিল দেব:
বয়স: ২৪ বছর ৪৮ দিন প্রতিপক্ষ: ওয়েস্টইন্ডিজ স্থান: কিংস্টন - ২৩ ফেব্রুয়ারি, ১৯৮৩
**রবি শাস্ত্রী:
বয়স: ২৫ বছর ২২৯ দিন প্রতিপক্ষ: ওয়েস্টইন্ডিজ স্থান: চেন্নাই - ১১ জানুয়ারি, ১৯৮৮
**শুভমান গিল:
বয়স: ২৫ বছর ২৮৫ দিন প্রতিপক্ষ: ইংল্যান্ড স্থান: লিডস - ২০ জুন, ২০২৫।