Game

1 day ago

Brazilian football star Birthday : বুধবার বিশ্বব্যাপী সেরা ফুটবলার রোনালদোর জন্মদিন

ronaldos (symbolic picture)
ronaldos (symbolic picture)

 

কলকাতা, ১৮ সেপ্টেম্বর : ব্রাজিলের ফুটবল তারকা রোনালদো। পুরো নাম রোনালদো লুইস নাজারিও ডি লিমা। তিনি বিশ্ব ফুটবলে একজন খ্যাতনামা স্ট্রাইকার। যিনি ১৯৯০ থেকে ২০০০ দশকের প্রথমার্ধ পর্যন্ত বিশ্বের অন্যতম দক্ষ গোলদাতা হিসেবে বিবেচিত হন। মাত্র ২১ বছর বয়সে ১৯৯৭ সালে ফিফা ব্যালন ডি'র এবং ২৬ বছর বয়সে ২০০২ সালে আবার এই খেতাব অর্জন করেছিলেন। ফিফার বর্ষসেরা খেলোয়াড় হিসেবে তিনবার মনোনিত হন রোনালদো। ফিফার বর্ষসেরা অপর একজন খেলোয়াড় ছিলেন ফরাসী ফুটবলার জিনেদিন জিদান। ২০০৭ সালে রোনালদো ফরাসি ফুটবলে সর্বকালের সেরা একাদশে স্থান পান এবং পেলের উত্তরসূরী হিসেবে ফিফার ১০০জন সেরা খেলোয়াড়ের মধ্যে স্থান পান। ২০১০ সালে তিনি গোল ডট কম-এর ৪৩.৬৩% ভোট পেয়ে 'প্লেয়ার অফ দ্য ডিকেড' সহ সেন্টার ফরোয়ার্ডের ‘টিম অফ দ্য ডিকেড’ সম্মাননা পান। ২০১১ সালে তিনি ফুটবল জগৎ থেকে অবসর নিয়েছিনেল। তিনি বিশ্বব্যাপী ফুটবল বোদ্ধা ও সমর্থকদের কাছে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে চিহ্নিত। রোনালদো ব্রাজিলের পক্ষে ৯৭টি আন্তর্জাতিক খেলায় অংশ নিয়ে ৬২ টি গোল করেন। তিনি ১৯৯৪ ও ২০০২ দুটো বিশ্বকাপ ফুটবলে অংশ নিয়েছিলেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলে রোনালদো ১৫ গোল করে বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হন। বুধবার সর্বকালের সেরা রোনালদোর জন্মদিন।

You might also like!