Game

6 months ago

2024 IPL News : হার্দিকের কেরিয়ার বাঁচিয়েও পদ হারালেন রোহিত! মুম্বই ইন্ডিয়ান্সের সিক্রেট ফাঁস প্রাক্তনীর

Rohit lost his position despite saving Hardik's career!
Rohit lost his position despite saving Hardik's career!

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবার তরুণ ব্রিগেডকে নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। এই কঠিন চ্যালেঞ্জ পার করে রোহিত শর্মা এখন প্রশংসিত হচ্ছেন। অনভিজ্ঞ প্লেয়ারদের গাইড করে ইংল্যান্ডের কঠিন বোলিংয়ের সামনে তাঁদের খেলানোয় রোহিতের ক্ষমতা নিয়ে প্রশংসা করছে। তবে জাতীয় দলের আগে রোহিত তরুণ প্লেয়ারদের পাশে দাঁড়িয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সে। তাঁর হাতেই তৈরি হয়েছেন জসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়ার মতো প্লেয়াররা। মুম্বইয়ের অধিনায়কত্ব রোহিত হারানোর পর এই ঘটনাটি সামনে এল।

পাঁচবার মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করার পর এবার রোহিত শর্মার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। রোহিতকে সরিয়ে দেওয়ায় বিতর্ক হয়েছিল। কিন্তু এই রোহিতের নেতৃত্বেই হার্দিক IPL-এ অভিষেক করেন এবং রোহিতের অধীনেই হার্দিক প্রথমবার IPL জয়ের স্বাদ পান। একই ছবি জসপ্রীত বুমরাহর ক্ষেত্রেও।

তবে হার্দিক বা বুমরাহর এই জায়গায় আসা হত না, যদি না রোহিত শর্মা থাকতেন। মুম্বই ইন্ডিয়ান্স দলের এই কথা এবার ফাঁস করলেন প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটার পার্থিব প্যাটেল। সম্প্রতি একটি সাক্ষাৎকারে পার্থিব বলেন, 'রোহিত সবসময় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছেন এবং এর সবথেকে বড় উদাহরণ জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া।'

এরপর তিনি তাঁর যুক্তির পক্ষে উদাহরণও দেন। বলেন, '২০১৪ সালে বুমরাহ প্রথমবার মুম্বইয়ে যোগ দিলেও ২০১৫ সালে প্রথম মরশুম ভালো কাটেনি। মনে হচ্ছিল মরশুমের মাঝপথে তাঁকে ছেড়ে দেওয়া হবে, কিন্তু রোহিতের মনে হয়েছিল, এই খেলোয়াড় পরে ভালো ফল করবে এবং তাঁকে দলে রাখা উচিত। এবং আপনারা দেখেছেন ২০১৬ থেকে বুমরাহর পারফরম্যান্স কীভাবে উন্নত হয়েছে।'

হার্দিকের প্রসঙ্গে

রোহিতের হাতে পড়ে হার্দিকও মানুষ হয়েছেন বলে দাবি করেন পার্থিব। তিনি বলেন, 'হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। ২০১৫ সালে যোগ দেওয়ার পর তিনি দাপুটে পারফর্ম করেছিলেন তবে ২০১৬ সালটা তিনি অন্যতম খারাপ খেলেন। তখন ও আনক্যাপড প্লেয়ার ছিলেন। কোনও আনক্যাপড খেলোয়াড় যখন ব্যর্থ হয় ফ্র্যাঞ্চাইজি তাঁকে দ্রুত ছেড়ে দেয় এবং তাঁর জায়গায় ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করা প্লেয়ারকে দলে নেয়। কিন্তু রোহিত তা হতে দেননি। এ কারণেই এই খেলোয়াড়রা আজকে এই জায়গায় এসেছেন।'

হার্দিক ও জসপ্রীত বুমরাহকে তৈরি করলেও রোহিতকে এবার সরিয়েছেন সেই হার্দিকই। যেই প্লেয়ারকে সুযোগ করে দিয়েছিলেন IPL-এ তাঁর দ্বারাই পদ হারাতে হল। হয়তো সেদিন রোহিত না থাকলে হার্দিক এই জায়গায় পৌঁছতেন না।

You might also like!