Game

1 day ago

Ranji Trophy final: বুধবার রঞ্জি ট্রফি ফাইনাল, কেরলের বিপক্ষে সেমি ফাইনালের দলটা ধরে রাখল বিদর্ভ

Harsh Dubey
Harsh Dubey

 

নাগপুর, ২৫ ফেব্রুয়ারি : বুধবার থেকে জামথার ভিসিএ স্টেডিয়ামে শুরু হচ্ছে রঞ্জি ট্রফি ফাইনাল। মুম্বইয়ের বিপক্ষে সেমিফাইনালে যে দলটা খেলেছিল সেই দলটিকেই ধরে রাখার সিদ্ধান্ত নিয়েছে, বিদর্ভ- সোমবার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে। বিদর্ভ বর্তমান চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিপক্ষে ৮০ রানের জয়ের পর ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। গতবার বিদর্ভ ফাইনালে মুম্বইয়ের কাছে হেরে গিয়েছিল। অন্যদিকে, কেরল এবার প্রথমবারের মতো রঞ্জি ট্রফির ফাইনাল খেলছে।

কেরল প্রথম ইনিংসে মাত্র এক রানের লিডের ভিত্তিতে কোয়ার্টার ফাইনালে জম্মু ও কাশ্মীরকে হারিয়ে সেমি ফাইনালে উঠেছিল, আর সেমিফাইনালে তারা গুজরাটকে দুই রানের লিড নিয়ে হারিয়ে ফাইনালে উঠেছে। এবার চতুর্থবারের মতো রঞ্জি ফাইনালে খেলবে বিদর্ভ। ফাইনালে তারা যশ রাঠোর এবং হর্ষ দুবের মতো তারকাদের উপর নির্ভর করবে। রাঠোড় এই বছর রঞ্জি ট্রফিতে তৃতীয় সর্বোচ্চ(৯৩৩) রান সংগ্রাহক। ৯ টি ম্যাচে ৫ টি সেঞ্চুরি এবং ৩ টি অর্ধশতক রয়েছে তাঁর আর বিদর্ভের বাঁ-হাতি স্পিনার দুবে চলতি মরশুমে সবচেয়ে সফল বোলার, ৯ টি ম্যাচে ১৬.৪২ গড়ে ৬৬ উইকেট নিয়েছেন এবং ৭টি ৫ উইকেট শিকার করেছেন।

স্কোয়াড বিদর্ভ : অক্ষয় ওয়াদকর (অধিনায়ক), অথর্ব তাইদে, আমান মোখাদে, যশ রাঠোড়, হর্ষ দুবে, অক্ষয় কারনেওয়ার, যশ কদম, অক্ষয় ওয়াখারে, আদিত্য ঠাকুরে, দর্শন নালকান্দে, নচিকেত ভুতে, সিদ্ধেশ ওয়াথ (উইকেট রক্ষক ), যশ ঠাকুর, দানিশ মালেওয়ার, শোভন রেখারু, ধ্রুব।

You might also like!