প্যারিস, ২ ফেব্রুয়ারি : প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ব্রেস্তকে ৫-২ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল পিএসজি। আর এই জয়ে বড় ভূমিকা রাখলেন উসমান দেম্বেলে। চার দিনের মধ্যে দ্বিতীয় হ্যাটট্রিক উপহার দিলেন এই ফরাসি ফরোয়ার্ড। প্রথমার্ধে একবার এবং দ্বিতীয়ার্ধে দুবার জালে বল পাঠিয়ে হ্যাটট্রিক করেন। দেম্বেলে পিএসজির জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৮ ম্যাচে ১৪ গোল করলেন। আর মরসুমে ২৬ ম্যাচে তার গোল হল ১৯টি। আর দুটি গোল করেছেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস।
চলতি মরসুমে ফরাসি লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল পিএসজি। ২০ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৯ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে মার্সেই।আর পিএসজির সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ব্রেস্ত।