Game

1 week ago

Pakistan ended the World Cup: কোনও ক্রমে আইরিশদের হারিয়ে বিশ্বকাপ শেষ পাকিস্তানের

Pakistan ended the World Cup by defeating the Irish
Pakistan ended the World Cup by defeating the Irish

 

লডারহিল, ১৭ জুন: দুর্দান্ত বোলিংয়ে আয়ারল্যান্ডকে ১০৬ রানে আটকে রাখলে কী হবে, এই রান করতেই পাকিস্তান বেসামাল। এক সময় ৩৯ রানের মধ্যেই পাকিস্তান হারায় ছয় ছটি উইকেট। শেষ পর্যন্ত কোনক্রমে ৩ উইকেটে জয় পেয়েছে পাকিস্তান। আর এই জয় দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে পথচলা থামল বাবর আজমদের।

'এ' গ্রুপের শেষ ম্যাচে রবিবার রাতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারায় পাকিস্তান। প্রতিপক্ষের ১০৬ রান তারা পেরিয়ে গেছে ৭ বল বাকি থাকতে। ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে উইকেটের এক প্রান্ত আগলে রেখে ৭ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বাবর আজম। তিনি ৩৪ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন।


You might also like!