ক্রাইস্টচার্চ, ১৬ মার্চ :রবিবার পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের প্রথমটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গেল পাকিস্তান। নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে পাকিস্তানের ব্যাটিং লাইন ভেঙে পড়ে। পাকিস্তান দল ১৮.৪ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায়, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তাদের পঞ্চম সর্বনিম্ন রান। নিউজিল্যান্ড সহজেই সেই রান তুলে নেয়, ১০.১ ওভারে ৯২-১ করে। টিম সেইফার্ট ২৯ বলে ৪৪ এবং ফিন অ্যালেন ১৭ বলে ২৯ রান করেন। নিউজিল্যান্ডের টিম রবিনসন ১৮ রানে অপরাজিত থাকেন এবং তিনি ১১ ওভারের প্রথম বলে দুটি রান নিয়ে দলের জয় নিশ্চিত করেন। দ্বিতীয় ম্যাচটি মঙ্গলবার হবে নিউজিল্যান্ডের ডানেডিনে।