Game

2 days ago

Johnny Weissmuller: সোমবার জনি ওয়েস মুলারের মৃত্যুবার্ষিকী

Johnny Weissmuller
Johnny Weissmuller

 

কলকাতা, ১৯ জানুয়ারি : জনি ওয়েস মুলার ১৯২০ এর দশকে বিশ্বের সেরা সাঁতারু হিসেবে পরিচিত ছিলেন। তিনি কখনও প্রতিযোগিতায় পরাজিত হননি এবং সৌখিন ক্রীড়াবিদ হিসেবে অপরাজিত থেকেই অবসর নেন। ওয়েস মুলার অলিম্পিকে ৫টি সোনা ও একটি ব্রোঞ্জ সহ আমেরিকার জাতীয় চ্যাম্পিয়নশিপে বিশ্ব রেকর্ড করেন। সাঁতার কেরিয়ার শেষ করার পর তিনি নামেন অভিনয়ে।

১৯৩০ এর দশকে তিনি জনপ্রিয় টারজান চলচ্চিত্রে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন। বিশ্বের অন্যতম সেরা কালজয়ী ফ্যান্টাসি চরিত্র টারজনের নাম ভূমিকায় অভিনয় করে বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসেও নিজেকে রাখলেন অমর করে। ১৯৩২ সালে বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান মেট্রো গোল্ড উইন মায়ারের (এমজিএম )সঙ্গে চুক্তিবদ্ধ হন। সে বছরই এমজিএম প্রযোজিত চলচ্চিত্র টারজান দ্যা এপ ম্যান নাম ভূমিকায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এই ছবি দিয়েই তিনি নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। টারজানের ভূমিকায় বহু অভিনেতা অভিনয় করলেও ওয়েস মুলার চরিত্রটিকে করে তোলেন আরও জনপ্রিয়।

সোমবার এই নন্দিত সাঁতারু ও চরিত্র অভিনেতা জনি ওয়েস মুলারের ৪১তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সালের ২০ জানুয়ারি মেক্সিকোর আকাপালকাতে প্রয়াত হন তিনি।

You might also like!