Game

1 month ago

Luka Modric to leave Real Madrid: রিয়াল অধ্যায়ের ইতি টানার ঘোষণা মদ্রিচের

Luka Modric won six Champions League titles with Real Madrid
Luka Modric won six Champions League titles with Real Madrid

 

মাদ্রিদ,২৩ মে : রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ক্রোয়াট মিডফিল্ডার লুকা মদ্রিচ। বৃহস্পতিবার রিয়াল অধ্যায়ের ইতি টানার ঘোষণা করেছেন তিনি। জীবনের ১৩ বসন্ত কাটিয়ে ৬টি চ্যাম্পিয়নস লিগ সহ মোট ২৮টি ট্রফি তিনি দিয়েছেন রিয়াল মাদ্রিদকে। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ৬টি ট্রফি জেতা ফুটবলারের দুইজনের একজন তিনি। অন্যজন তারই সতীর্থ—দানি কারভাহাল। আগামী জুনে রিয়াল ক্লাব বিশ্বকাপে খেলবে, কিন্তু ওই প্রতিযোগিতায় খেলবেন না মদ্রিচ। রিয়ালের জার্সিতে শনিবারই রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচটিই হবে মদ্রিচের শেষ ম্যাচ। সামাজিক মাধ্যমের এক বিবৃতিতে মদ্রিচ বলেছেন, ‘আমি আমার হৃদয় থেকে রিয়ালকে ধন্যবাদ জানাতে চাই। আর ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, আমার সতীর্থ, কোচকে, এত বছর যারা আমাকে সমর্থন করে এসেছেন।'

You might also like!