Game

4 months ago

lords cricket stadium renovation:পাল্টে যাচ্ছে ক্রিকেটের তীর্থভূমি লর্ডস স্টেডিয়ামের রূপ

lords cricket stadium renovation
lords cricket stadium renovation

 

লন্ডন : ক্রিকেটের তীর্থভূমি লর্ডস। এই মাঠেই রয়েছে ক্রিকেটের হাজারো কীর্তি। যে কোন ক্রিকেটারই এই মাঠে খেলার জন্য উন্মুখ হয়ে থাকেন। ক্রিকেটের এই তীর্থভূমিকে নতুনভাবে রুপ দিতে চলেছে এমসিসি। ঐতিহাসিক এই স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার জন্য সংস্কারের পরিকল্পনা চলছে।ধারণা করা হচ্ছে এর জন্য খরচ হবে প্রায় হাজার কোটি টাকা।

জানা গেছে, আরও ১ হাজারের বেশি আসন বাড়ানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেঙে দেওয়া হতে পারে বর্তমানের অ্যালেন স্ট্যান্ড। এক তলা বাড়িয়ে করা হবে পুনর্নির্মাণ। একই সঙ্গে চতুর্থ স্তর বসানো হবে ভার্ন স্ট্যান্ডের ওপর।

এমসিসি বলছে, এই পুনঃসংস্কারে ফলে অতিথিদের আপ্যায়নের ব্যবস্থা আরও উন্নত হবে।লর্ডসের সদস্যদের ভোটে পাশ হয়েছে পুনর্নির্মাণ প্রকল্প। চলতি বছরের সেপ্টেম্বরেই শুরু হবে লডর্সের পুনর্নির্মাণ কাজ।


You might also like!