Game

8 hours ago

Premier League 2025-26: উগো একিটিকের জোড়া গোলে ব্রাইটনকে হারাল লিভারপুল

Salah assists as Liverpool beat Brighton
Salah assists as Liverpool beat Brighton

 

অ্যানফিল্ড, ১৪ ডিসেম্বর  : অ্যানফিল্ডে শনিবার লিগ ম্যাচে ২-০ গোলে জিতেছে লিভারপুল। দুই অর্ধে একবার করে গোলের দেখা পান একিটিকে। টানা বিবর্ণ পারফরম্যান্সের জন্য শুরুর একাদশে জায়গা হারানোর পর, কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়ে গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে স্কোয়াডে জায়গা হয়নি মোহামেদ সালাহর। তবে শুক্রবার কোচের সঙ্গে তার আলোচনায় পর সমস্যা সমাধান হয়। তার ফলে এদিন স্কোয়াডে ফেরেন তিনি এবং সতীর্থের চোটে ম্যাচের শুরুর দিকে মাঠে নেমে অবদান রাখেন তিনি। ১৬ ম্যাচে আট জয় ও দুই ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে লিভারপুল। ৩ পয়েন্ট কম নিয়ে নবম স্থানে ব্রাইটন। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

You might also like!