Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

6 days ago

La Liga Roundup: লা লিগা:, গার্সিয়ার হ্যাটট্রিক, রিয়াল মাদ্রিদের অনায়াস জয়

Real Madrid's Gonzalo Garcia
Real Madrid's Gonzalo Garcia

 

সান্তিয়াগো, ৫ জানুয়ারি  : সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার লিগ ম্যাচে দাপুটে ফুটবল খেলে ৫-১ গোলে জিতেছে শাবি আলোন্সোর দল রিয়াল মাদ্রিদ। লিগায় আগে যিনি কখনও গোলই করেননি সেই গন্সালো গার্সিয়া এই ম্যাচে হ্যাট্রিক করলেন। আর এটাই তার কেরিয়ারের প্রথম হ্যাটট্রিক। আর এই হ্যাট্রিকে ভর করে রিয়াল বেসিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ। বাকি দুটি গোল করেন দুই ডিফেন্ডার রাউল আসেন্সিও ও ফ্রান গার্সিয়া। দারুণ এই জয়ে শীর্ষস্থানের সঙ্গে ফের ব্যবধান আগের অবস্থানে নিল রিয়াল। ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে ৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। শীর্ষে বার্সিলোনার পয়েন্ট ৪৯। আর আসরে চতুর্থ হারের স্বাদ পাওয়া বেতিস ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

You might also like!