
রাবাত, ১০ জানুয়ারি : শুক্রবার রাতে কোয়ার্টার ফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ক্যামেরুনকে ২–০ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে অ্যাটলাস লায়ন্সরা। আরেক কোয়ার্টার ফাইনালে ১০ জনের মালিকে ১–০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সেনেগাল। প্রায় ৭০ হাজার দর্শকের প্রিন্স মুলাই আবদেল্লাহ স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মরক্কো। স্বাগতিকদের প্রথম গোলটি আসে ২৬ মিনিটে। গোলটি করেন গোলটি করেন দিয়াজ। এ নিয়ে জাতীয় দলের হয়ে টানা পাঁচ ম্যাচেই পাঁচটি গোল করলেন তিনি। ৭৪তম মিনিটে ফ্রি-কিক থেকে পাওয়া বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে নিচু শটে ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইল সাইবারি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে ক্যামেরুনকে আর ম্যাচ ফিরতে দেয়নি তারা।
