Game

6 months ago

IPL 2024 : 'স্ক্রিন দেখতে পাইনি', কেকেআরের বিরুদ্ধে রিভিউ বিতর্কে মুখ খুললেন ঋষভ পন্থ

Rishabh Pant
Rishabh Pant

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশাখাপত্তনমে কলকাতা ঝড়ে কার্যত উড়ে গিয়েছে দিল্লি । ১০৬ রানে ঋষভদের হারিয়ে হ্যাটট্রিক করেছেন শ্রেয়স আইয়াররা । কেকেআরের বিরুদ্ধে হারের পর বোলিংয়ে ব্যর্থতার কথা স্বীকার করে নিয়েছেন দিল্লি ক্যাপ্টেন ঋষভ পন্থ । তবে, ম্যাচে ঋষভের একাধিকবার রিভিউ না নেওয়ার সিদ্ধান্তকে নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে ক্রিকেটমহলে । ঋষভের এই 'ভুলে' দলকেই খেসারত দিতে হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা । রিভিউ না নেওয়ার প্রসঙ্গে মুখ খুলেছেন ঋষভ ।

ম্যাচ শেষের পর ঋষভ জানান, স্ক্রিনে কিছু সমস্যা ছিল । সেখানে টাইমার দেখা যাচ্ছিল না । কিছু জিনিস যেমন নিয়ন্ত্রণ করা যায়, আবার কিছু জিনিসের ক্ষেত্রে তা হয় না । ঋষভ বলেন, 'খুব চিৎকার হচ্ছিল । স্কোরবোর্ডে আমি কোনও টাইমার দেখতে পাইনি । স্ক্রিনে কিছু একটা সমস্যা হয়েছিল আমি শুনেছি । মাঠে অনেক জিনিস আছে যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব, আবার অনেক জিনিস আছে নিয়ন্ত্রণ সম্ভব নয় । এটাকে নিয়ন্ত্রণ করা আমার পক্ষে সম্ভব নয়।' উল্লেখ্য, সুনীল নারিন যখন ক্রিজে, সেই সময় ইশান্ত শর্মার একটি বল তাঁর ব্যাটের কাছ দিয়ে উইকেটরক্ষক পন্থের কাছে যায়। কিন্তু, তারপরে রিভিউ নিতে অনেক দেরি করেন পন্থ ।

অক্ষর প্যাটেল একমাত্র স্পিনার, যিনি এক ওভারে ১৮ রান দিয়েছিলেন । এ প্রসঙ্গে পন্থ বলেন, 'আমরা স্পিনারদের ব্যবহার করতে চাইনি । কিন্তু আমাদের ফাস্ট বোলাররা একটা মোশনের মধ্য দিয়ে যাচ্ছিল । ...আমাদের এই ভুলগুলি থেকে শিখতে হবে এবং পরবর্তী ম্যাচে ইতিবাচকভাবে বেরিয়ে আসতে হবে।'ঋষভ পন্থ মনে করেন 'ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে আমাদের উন্নতি করতে হবে। পরের ম্যাচে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে হবে। '


You might also like!