Game

4 months ago

ভারত প্রথম তীরন্দাজিতে অলিম্পিক পদক পেতে চলেছে, বললেন কিম হিউং

archery Game (symbolic picture)
archery Game (symbolic picture)

 

নয়াদিল্লি, ১১ মে : অলিম্পিকে ভারত কখনও তীরন্দাজিতে পদক জিততে পারেনি, তবে বিখ্যাত কোচ কিম হিউং টাক বলেছেন, প্যারিসে ভারত তীরন্দাজিতে অলিম্পিক পদক পেতে চলেছে। উল্লেখ্য, ২০০৪ থেকে ২০২০ সালের মধ্যে, ভারতের পুরুষ, মহিলা এবং মিশ্র দলগুলি ছয়বার কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে কিন্তু একবারও পডিয়াম ফিনিশ নিশ্চিত করতে পারেনি।

শুধুমাত্র ধীরাজ বোম্মাদেভারা, যিনি গত মাসে অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে বিস্মিত করে বিশ্বকাপে দলগত সোনা জিতেছেন তিনি প্যারিস গেমসের জন্য তীরন্দাজিতে ভারতের জন্য টিকিট পেয়েছেন। এরপর রিকার্ভ তীরন্দাজরা সামনের জুন মাসে তুরস্কে একটি যোগ্যতা টুর্নামেন্টে লড়াই করবেন প্যারিসের টিকিট পাওয়ার জন্য। কিম, যিনি তীরন্দাজদের জন্য দু'দিনের ক্যাম্প পরিচালনা করেছেন, তিনি শনিবার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বলেছেন, "ঘনঘন কোচিং ক্যাম্প ও অবিরাম সহযোগিতাই দলকে অলিম্পিকে সেই অধরা পদক পেতে সাহায্য করবে।"

You might also like!