Game

2 hours ago

IND vs SA, 3rd T20I: তৃতীয় টি-টোয়েন্টি, দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

India Vs South Africa Highlights, 3rd T20I
India Vs South Africa Highlights, 3rd T20I

 

ধর্মশালা, ১৫ ডিসেম্বর  : তৃতীয় টি-টোয়েন্টিতে ভারতের জয় ৭ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ধর্মশালায় রবিবার দক্ষিণ আফ্রিকা শেষ বলে অলআউট হয় ১১৭ রানে। দলের অর্ধেকের বেশি রান একাই করেন অধিনায়ক এইডেন মার্করাম। ৬ চার ও ২ ছক্কায় ৪৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন তিনি। আর দুই অঙ্কে রান করেছেন কেবল ডনোভান ফেরেইরা (২০) ও আনরিখ নরকিয়া(১২)।

এরপর রান তাড়া করতে নেমে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের নৈপুণ্যে ছোট লক্ষ্য ভারত পেরিয়ে যায় ২৫ বল হাতে রেখেই। বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ ও স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলকে এই ম্যাচে পায়নি ভারত। ব্যক্তিগত কারণে আহমেদাবাদে ফিরে গেছেন বুমরাহ, আকসার অসুস্থ। অন্যরা দারুণ বোলিংয়ে চেপে ধরেন প্রোটিয়াদের। ছয় জন হাত ঘুরিয়ে উইকেটের দেখা পান সবাই।

চার ওভারে ১৩ রানে ২টি উইকেট নিয়ে ম্যাচ-সেরার স্বীকৃতি পান বাঁহাতি পেসার আর্শদিপ। তার সমান ওভারে ১১ রান দিয়ে ২টি শিকার ধরেন রহস্য স্পিনার বরুন চক্রবর্তি। দুটি করে উইকেট পান হার্শিত রানা ও কুলদিপ ইয়াদাভও । আগামী বুধবার চতুর্থ ম্যাচ হবে লখনৌতে ।

You might also like!