Game

3 days ago

Champions League: চ্যাম্পিয়নস লিগ, আথলেতিক বিলবাওয়ের কাছে পয়েন্ট হারাল পিএসজি

PSG held to a draw by Bilbao
PSG held to a draw by Bilbao

 

প্যারিস, ১১ ডিসেম্বর : প্রতিপক্ষের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গোলশূন্য ড্র করেছে লুইস এনরিকের দল পিএসজি, আথলেতিক বিলবাওয়ের বিপক্ষে। ম্যাচে বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য বজায় রাখলেও গন্সালো রামোস, ফাবিয়ান রুইসরা পারেননি দলকে লক্ষ্যে পৌঁছে দিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ তিন ম্যাচে এই নিয়ে দুইবার পয়েন্ট হারাল পিএসজি। গত মাসের শেষ ম্যাচে মোনাকোর বিপক্ষে হেরে লিগ আঁর শীর্ষস্থান হারিয়েছিল পিএসজি। লিগের পরের ম্যাচে রেনের বিপক্ষে ৫-০ গোলের বড় জয় পেলেও,চ্যাম্পিয়নস লিগে এসে আবার হোঁচট খেল তারা। অবশ্য অন্যান্য ম্যাচের ফল পক্ষে আসায় টেবিলে উন্নতি করেছে পিএসজি। ম্যানচেস্টার সিটি ও আতালান্তার সমান ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা। ১৫ পয়েন্ট নিয়ে বায়ার্ন মিউনিখ দুইয়ে ও ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে আছে।

You might also like!