Game

3 days ago

Champions League: চ্যাম্পিয়ন্স লিগ, দাপুটে জয়ে আর্সেনালের শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিত

Back to winning ways for Arsenal
Back to winning ways for Arsenal

 

ব্রুজেস, ১১ ডিসেম্বর : বেলজিয়ান ক্লাব ব্রুজের মাঠে বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। ননি মাদুয়েকের জোড়া গোলের পর, ব্যবধান বাড়ান গাব্রিয়েল মার্তিনেল্লি। গত রবিবার প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরে আর্সেনালের ১৮ ম্যাচের অপরাজেয় যাত্রায় ছেদ পড়ে। বুধবার দারুণ জয়ে ফিরে এসে সেই হতাশায় প্রলেপ দিল আর্সোনাল। এবারের চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচের সবগুলোতেই জিতল আর্সেনাল। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান বজায় রাখার পাশাপাশি শেষ ষোলোতে ওঠা প্রায় নিশ্চিত করল। তাদের চেয়ে ৩ পয়েন্ট কম নিয়ে দুইয়ে বায়ার্ন মিউনিখ। সমান ১৩ পয়েন্ট করে নিয়ে পরের তিনটি স্থানে পিএসজি, ম্যানচেস্টার সিটি ও আতালান্তা। আসরে চতুর্থ হারের পর, মাত্র ৪ পয়েন্ট নিয়ে ৩১ নম্বরে আছে ক্লাব ব্রুজ।

You might also like!