Game

3 weeks ago

cristiano ronaldo:১৭ মিনিটের ঝড়ে লন্ডভন্ড রোনাল্ডোর আল নাসর, আবারও চ্যাম্পিয়ন আল হিলাল

cristiano ronaldo
cristiano ronaldo

 

আল নাসর ১–৪ আল হিলাল

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাঠে নামার মুহূর্তে ট্রফিতে হাত বুলিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে রোনাল্ডোর  গোলেই যখন আল নাসর এগিয়ে গেল, তখন মনে হচ্ছিল আগেই স্পর্শ পাওয়া ট্রফিটা তাঁরই হতে যাচ্ছে।

কিন্তু দ্বিতীয়ার্ধে রোনাল্ডোর  চোখে শর্ষে ফুল দেখিয়ে দিল আল হিলাল। ৫৫ থেকে ৭২—মাত্র ১৭ মিনিটের মধ্যে চার–চারটি গোল করে ফেলল তারা। ফাইনালে হঠাৎ খেই হারিয়ে লন্ডভন্ড হয়ে যাওয়া রোনালদোর আল নাসর হারল ওই ৪–১ গোলেই। তাতে সৌদি সুপার কাপে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো আল হিলাল।

গত বছরের ফাইনালে করিম বেনজেমা–এন'গোলো কান্তেদের আল ইত্তিহাদকে একই ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল আল হিলাল। সৌদি ফুটবল ইতিহাসের সফলতম ক্লাবটি এ নিয়ে পঞ্চমবারের মতো এই শিরোপা জিতল।সৌদির দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর আবহার প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ স্টেডিয়ামে আজ সুপার কাপ ফাইনালের ৪৪ মিনিটের রোনাল্ডোর  গোলে এগিয়ে যায় আল নাসর। বক্সের জটলায় আবদুলরহমান ঘারিবের কাছ থেকে বল পেয়ে আলতো টোকায় ডান প্রান্ত দিয়ে বল জালে জড়ান পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। ট্রফিছোঁয়া দূরত্বে থেকেই বিরতিতে যায় তাঁর দল।কিন্তু বিরতির পর ম্যাচের মোড় খোলনচলে পাল্টে দেন আল হিলালের দুই সার্বিয়ান ফুটবলার সের্গেই মিলিনকোভিচ–সাভিচ ও আলেক্সান্দার মিত্রোভিচ। ৫৫ মিনিটে মিত্রোভিচের পাস থেকে সমতা ফেরান সাভিচ।

এরপর ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করে ম্যাচটাকে রোনালদোদের নাগালের বাইরে নিয়ে যান মিত্রোভিচ। আর ৭২ মিনিটে আল নাসরের কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ম্যালকম।গত মৌসুমে সৌদি প্রো লিগে আল হিলালের কাছেই শিরোপা হাতছাড়া হয়েছে রোনালদোর আল নাসরের। এরপর গত মে মাসে সৌদি কিংস কাপ ফাইনালেও একই প্রতিপক্ষের কাছে হেরে শিরোপাবঞ্চিত হতে হয়।

আজ আরেকবার ফাইনালে আল হিলাল বাধা টপকাতে ব্যর্থ হলেন রোনালদো। ফলে গত বছরের আগস্টে জেতা আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ ট্রফিটাই আল নাসরের হয়ে তাঁর একমাত্র শিরোপা হয়ে রইল।

You might also like!