Game

4 months ago

ICC Tournament in USA:'আমেরিকায় এই প্রথম আইসিসির টুর্নামেন্ট, ১৬টি ম্যাচ হবে মার্কিন মুলুকে

ICC Tournament in USA
ICC Tournament in USA

 

কলকাতা, ২৮ মে : আমেরিকায় এই প্রথম আইসিসির টুর্নামেন্ট হচ্ছে। এখানে মোট ৫৫টি ম্যাচের মধ্যে ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে।ম্যাচগুলি হবে আমেরিকার তিনটি শহরে।

আমেরিকার স্টেডিয়ামগুলি আছে:

**ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড পার্ক ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ধারনক্ষমতা ৪০ হাজার।

**নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশন্যাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামটা বিশ্বকাপ ফুটবলের জন্য তৈরি।অস্ট্রেলিয়ার অ্যাডিলেড থেকে পিচ এনে বসানো হয়েছে এখানে। অস্থায়ী কিছু আসন বসানো হয়েছে গ্যালারিতে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ৩৪ হাজার।**টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৫ হাজার।

ওয়েস্ট ইন্ডিজের ভেন্যু:

ওয়েস্ট ইন্ডিজের ৬টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ

**অ্যান্টিগা ও বারবুডা – স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়াম। স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১০ হাজার।

**বার্বাডোজ – কেনসিংটন ওভাল। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২৮ হাজার।

**গায়ানা – প্রভিডেন্স স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২০ হাজার।

**সেন্ট লুসিয়া – ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৫ হাজার।

**সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইন্স – অ্যারন্স ভেল প্লেয়িং ফিল্ড। এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৮ হাজার।

**ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো – ব্রায়ান লারা ক্রিকেট স্টেডিয়াম।এই স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৫ হাজার।


You might also like!