Game

6 days ago

ICC Champions Trophy: প্রথম পর্বে সবচেয়ে বেশি রান ও উইকেটের অধিকারী

ICC Champions Trophy
ICC Champions Trophy

 

দুবাই, ৪ মার্চ : গ্রুপ পর্ব শেষে মঙ্গলবার থেকে দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির নকআউট পর্ব শুরু হচ্ছে। ৮ দলের টুর্নামেন্টে এখন আছে ৪টি দল। মঙ্গলবার দুবাই ও বুধবার লাহোরে দুটি সেমিফাইনাল। বিদায় নেবে আরো দুটি দল। এরপরেই থাকবে ফাইনাল। এবার দেখে নেওয়া যাক টুর্নামেন্টের প্রথম পর্ব-এ সবচেয়ে বেশি রান ও উইকেট কার। ব্যাটিংয়ে সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের বেন ডাকেট। ৩ ম্যাচে ৩ বার ব্যাট করে ২২৭ রান করেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৫ রান করে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন ডাকেট। তবে ৪ দিন পরই সে রেকর্ড ভেঙে দিয়েছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। ইংল্যান্ডের বিপক্ষে ১৭৭ রান করেন আফগান ওপেনার। সেই জাদরানও আছেন ব্যাটসম্যানদের শীর্ষ পাঁচে। বোলিংয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি। চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে ভারতের বিপক্ষে প্রথম বোলার হিসেবে ৫ উইকেট নেওয়া কিউই পেসার সব মিলিয়ে পেয়েছেন ৮টি উইকেট। আর ১ উইকেট কম নিয়ে দুইয়ে আছেন আফগান পেস বোলিং অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।


You might also like!