Game

6 months ago

Harry Kane : বুন্দেসলিগায় অভিষেক মরসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড করলেন হ্যারি কেন

Harry Kane
Harry Kane

 

মিউনিখ, ১৭ মার্চ : ইতিহাস গড়লেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেন। বুন্দেসলিগায় অভিষেক মরসুমে সবচেয়ে বেশি গোল, ৩১ ম্যাচে ২৬ গোল করার রেকর্ড গড়লেন তিনি।

এর আগে বুন্দেসলিগায় অভিষেক মরসুমে বেশি গোল করার রেকর্ডটি ছিল পশ্চিম জার্মানির প্রাক্তন ফুটবলার উইয়ে সেলেরের। হামবুর্গের হয়ে ১৯৬৩-৬৪ মরসুমে ৩০ ম্যাচে ৩০ গোল করেছিলেন তিনি। শনিবার রাতে ডার্মস্টাডের বিপক্ষে গোল করে তাকে ছাড়িয়ে গেলেন কেন। বায়ার্নের হয়ে ৩১ গোল করতে তার লেগেছে ২৬ ম্যাচ।

ডার্মস্টাডের বিপক্ষে প্রথমার্ধের শেষ মুহূর্তে গোলের দেখা পান কেন। বায়ার্ন জিতল ৫-২ গোলের বড় ব্যবধানে। দলের হয়ে জোড়া গোল করেছেন জামাল মুসিয়ালা। একটি গোল পেয়েছেন সার্জ গনাব্রি ও ম্যাতিস তেল। এ জয়ের পরও স্বস্তিতে নেই বায়ার্ন। ২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে তারা, এক ম্যাচ কম খেলা লেভারকুসেন ৬৭ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে।

গত বছর টটেনহ্যাম ছেড়ে বায়ার্ন মিউনিখে এসেছেন কেন। বুন্দেসলিগায় এসে তিনি হয়েছেন এই লিগের সবচেয়ে দামি খেলোয়াড়। বায়ার্নের হয়ে সব মিলিয়ে ৩৫ ম্যাচে ৩৭ গোল করেছেন কেন। সঙ্গে ১১টি অ্যাসিস্টও আছে এই স্ট্রাইকারের।


You might also like!