Game

4 days ago

Junior Hockey WC Final: স্পেনকে হারিয়ে রেকর্ড অষ্টম পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপ শিরোপা জিতেছে জার্মানি, ভারত তৃতীয়

Spain vs Germany, Junior Hockey WC Final
Spain vs Germany, Junior Hockey WC Final

 

চেন্নাই, ১১ ডিসেম্বর : মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে এক গোলে অমীমাংসিত থাকার পর রোমাঞ্চকর ৩-২ শ্যুটআউটে স্পেনকে হারিয়ে জার্মানি তাদের রেকর্ড-বর্ধিত অষ্টম পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ শিরোপা জিতেছে। কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জার্মানির শ্যুটআউট জয়ে ম্যাচ সেরা জার্মান গোলরক্ষক জ্যাসপার ডিটজার আবারও সুযোগ কাজে লাগিয়ে তার দলকে পডিয়ামের শীর্ষ ধাপে উঠতে সাহায্য করেন। আর বুধবার মেয়র রাধাকৃষ্ণণ হকি স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ৪-২ গোলে এক উত্তেজনাপূর্ণ জয়ের মধ্য দিয়ে ভারত ২০২৫ সালের পুরুষদের জুনিয়র হকি বিশ্বকাপে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে। তৃতীয় কোয়ার্টারে ০-২ গোলে পিছিয়ে থাকা স্বাগতিক দল শেষ কোয়ার্টারের দুর্দান্ত এক গোলের মাধ্যমে তাদের অভিযান শেষ করে। পেনাল্টি কর্নার থেকে দুটি দ্রুত গোল করেন শারদা নন্দ তিওয়ারি। তিন মিনিটেরও কম সময়ে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে স্মরণীয় জয় নিশ্চিত করেন। এরপর আনমোল এক্কা আরেকটি গোল করেন।

You might also like!